মুলাদীতে যুবদলের অন্তদ্বন্দ্ব – বিএনপি’র অফিস তালাবদ্ধ

জাতীয়তাবাদী যুবদলের অন্তদ্বন্দ্বে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ করে যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে ইতোমধ্যে নির্বাচিত সাধারন সম্পাদককে মারধর করার পর আজ বৃহস্পতিবার দুপুরে তালা ঝুলিয়ে দিয়েছে পদ বঞ্চিত বিদ্রোহী গ্রুপ।

জানা গেছে, বুধবার বাটামারা ইউনিয়ন যুবদলের কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেখানে ইউনিয়ন যুবদলের সভাপতি নির্বাচিত হন লিটন শিকদার আর সাধারন সম্পাদক হন আবদুর রহমান। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান অলিল ইসলাম। যেখানে সভাপতি পদে লিটন পেয়েছেন ২০ ভোট সেখানে অলিল পেয়েছেন ৭ ভোট। প্রতিদ্বন্দ্বিতায় হেরে যাওয়ার পরই বেপরোয়া হয়ে উঠেন অলিল ও তার সহযোগীরা। বুধবার সন্ধ্যায় অলিল নির্বাচিত সাধারন সম্পাদক আবদুর রহমানকে মারধর করে এলাকায় আতংক সৃষ্টি করেন। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বিএনপি অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেও অলিল ও তার সহযোগীরা। এ কারনে বাটামারা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

মুলাদী উপজেলা বিএনপি’র সভাপতি ছত্তার খান বলেন বাটামারা ইউনিয়ন যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে পদ বঞ্চিতরা বিদ্রোহ করার খবর পেয়েছি। সেখানকার বিএনপি অফিসে তালাবদ্ধ করার ঘটনাটিও তিনি জেনেছেন বলে মন্তব্য করেন।