সিটি কর্পোরেশন’র বকেয়া পানির বিল ৩৬ লাখ টাকা

  বিসিসি’র পানির বকেয়া বিল ৩৬ লাখ টাকা যা আদায়ের ব্যাপারে বিসিসি’র ঢিলেঢালা কার্যক্রম ফলপ্রসু হচ্ছে না। ফলে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বিসিসি। সংশি¬ষ্ট সূত্রে জানা গেছে বরিশাল সিটি কর্পোরেশন পৌরসভা থাকাকালীন সময় থেকে এ পর্যন্ত নগরীর বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের নিকট ৩৫ লাখ ৬৩ হাজার ১শ’ ৬৪ টাকা বকেয়া পড়ে আছে। এর মধ্যে জেলা প্রশাসকের দপ্তরে ৪ লাখ ৫৯ হাজার ৮শ’ ৩৫ টাকা, জেলা ও দায়রা জজ এর নিকট ৯ লাখ ৯৬ হাজার ৫শ’ ৫৯ টাকা, উপজেলা নির্বাহী অফিসার এর দপ্তরে ৬ লাখ ৬২ হাজার ৪শ’ ৭৮ টাকা, জেলা পরিষদের নিকট ১ লাখ ৬৪ হাজার ৮শ’ টাকা, বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগে ৭ লাখ ৩৮ হাজার ৭৪ টাকা, বরিশাল রেড ক্রিসেন্টে ২২ হাজার ১শ’ ৪০ টাকা, জনস্বাস্থ্য প্রকৌশলী’র নিকট ১ লাখ ৮৭ হাজার ৮শ’ ১২ টাকা, জেলা আইনজীবী সমিতি’র নিকট ৫২ হাজার ৫০ টাকা, কৃষি ব্যাংকের কাছে বকেয়া ৪১ হাজার ৪শ’ ৯০ টাকা, বরিশাল প্রেসক্লাবের নিকট ২৯ হাজার ৭শ’ ৮ টাকা, বরিশাল ইসলামী কো অপারেটিভ ব্যাংক’র নিকট ৪৮ হাজার ৭শ’ ৫০ টাকা এবং উপজেলা বীজ পরিদর্শকের নিকট ৪৭ হাজার ৩শ’ ৪০ টাকা। যা ১৯৮২ সাল থেকে ২০১১ সালের মধ্যে আদায় করতে ব্যর্থ হয়েছে বরিশাল সিটি কর্পোরেশন। জানা যায়, দীর্ঘদিন যাবত বিসিসি’র বকেয়া পানির বিল আদায়ের জন্য সরকারী প্রতিষ্ঠানগুলোকে নোটিশ প্রদান করা হলেও তারা নানান অজুহাতে বকেয়া পরিশোধ না করে দিব্যি কার্যক্রম পরিচালনা করে আসছে। ফলে বিসিসি বড় ধরনের রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে। অপরদিকে কিছু কিছু প্রতিষ্ঠানে ক্ষমতাবান কর্মকর্তা নিয়োজিত থাকায় বকেয়া পরিশোধ না করার পায়তারা চালাচ্ছে। এ ব্যাপারে বিসিসি’র পানি বিভাগের নির্বাহী প্রকৌশলী এম শফিকুর রহমান বলেন, দীর্ঘদিন যাবত যেসব প্রতিষ্ঠানের নিকট পানির বিল বকেয়া আছে তা আদায়ের জন্য বিভিন্ন সময় নোটিশ প্রদান করা হয়েছে। আশা করছি ধীরে ধীরে বকেয়া আদায় করা সম্ভব হবে।