ঝালকাঠিতে বাস ধর্মঘট ডেকে প্রত্যাহার॥ যাত্রীদের দূর্ভোগ

সমিতি কর প্রত্যাহারের দাবীতে ধর্মঘট ডেকে অবশেষে প্রত্যাহার করে নেয়। শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঝালকাঠি থেকে ১১টি রুটে এ ধর্মঘট চলাকালে হাজার হাজার যাত্রী দূর্ভোগে পড়ে।  জানাগেছে, ঝালকাঠি পৌরসভা শহরের প্রধান বাসষ্ট্যান্ডে বাস প্রতি ৫০টাকা হারে কর ধার্য করলে বাস মালিক সমিতি কর কমানোর দাবীতে ধর্মঘট আহবান করে। দুপুরে এ ব্যাপারে পৌর মেয়রসহ প্রশাসনের উর্ধŸতন কর্মকর্তারা মালিক সমিতির সাথে বৈঠক করে করারোপের বিষয়টি আপাতত স্থগিত রাখলে ধর্মঘট প্রত্যাহার করা হয়।

এ ব্যাপারে ঝালকাঠি পৌর মেয়র আফজাল হোসেন রানা সাংবাদিকদের জানান, বিগত দিনে মেয়রদেরকে পার্সেন্টিজ দিয়ে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি  প্রধান বাসষ্ট্যান্ডটি বার্ষিক ইজারা দিত। কিন্তু এবার টার্মিনাল আধুনিকী করনের জন্য কর বৃদ্ধি করা হয়। কিন্তু তারা অন্যায় ভাবে এ ধর্মঘট ডাকেন। প্রতিদিন কত গাড়ী চলাচল করে ও প্রতিদিন কত টাকা ওঠে তা যাচাইয়ের জন্য পৌর কর্মচারী দিয়ে গাড়ী প্রতি ৫০ টাকা হারে টোল আদায় সিদ্ধান্ত নেয়া হয়েছিল। এছাড়া বাস মালিক সমিতি দীর্ঘদিন ধরে যাত্রী ছাউনী দখল করে অফিস বানিয়ে কাজ চালাচ্ছে। আমি এর প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়।

এদিকে অপ্রত্যাশিত ভাবে বাস মালিক সমিতি ধর্মঘট ডেকে যাত্রীদের হয়রানী করায় ঝালকাঠি যাত্রী কল্যান সমিতি তীব্র নিন্দা জানিয়েছে। শুক্রবার সংগঠনের সভাপতি এ্যাড. আবুল হোসেন ও সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর এক বিবৃতিতে  যাত্রী ছাউনী বাস মালিক সমিতির দখলমুক্ত করে যাত্রীদের জন্য উম্মুক্ত করার আহবান জানান।