ওজনের সমপরিমান টাকা বৃত্তি প্রদান করা হল এক শিক্ষার্থীকে

ছাত্রের শরীরের সমপরিমান নগদ টাকা প্রদান করা হয়েছে। শনিবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসক হলরুমে জেলার কৃতিসন্তান ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও দৈনিক জনতার সম্পাদক মন্ডলীর সভাপতি ও প্রকাশক সৈয়দ এম আনোয়ার হোসাইন এ পুরষ্কার প্রদান করেন। এ সময় ছাত্রের পরিবার, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, সরকারী প্রতিষ্ঠান প্রধানসহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজন উপস্থিত ছিল।

ঝালকাঠি জেলায় সর্বোচ্চ ফলাফল অর্জনকারী রাজাপুর উপজেলার হাজী সৈয়দ আফছার উদ্দিন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র আলী হায়দারকে তার শরীরের ওজনের সমপরিমান টাকা বৃত্তি এবং ‘এসমা এ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। সৈয়দ আনওয়ার প্রতিষ্ঠিত ডব্লিউ ডব্লিউ ফাউন্ডেশন  এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

ঝালকাঠি জেলায় প্রথম এবং বরিশাল বোর্ডে ১২তম স্থান অর্জনকারী এ শিক্ষার্থীকে ৫ টাকা মূল্যের ধাতব মুদ্রা দিয়ে আলী হায়দারের শরীরের ৪৮ কেজি ওজন নির্নয় করে ৩০ হাজার টাকা প্রদান করা হয়। ব্যতিক্রমী এ আয়োজনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও এসমা এ্যাওয়ার্ড প্রদান কমিটির সভাপতি অশোক কুমার বিশ্বাস। অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো: হিরুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা মাহাবুবা হোসেন, এসমা এ্যাওয়ার্ড পরিবারের সদস্য সত্যবান সেন গুপ্ত,  কৃতি শিক্ষার্থী আলী হায়দার ও তার বাবা ফারুক হোসেন বক্তব্য রাখেন। প্রধান অতিথি এ সময় তার বক্তব্যে আলী হায়দারকে ঝালকাঠির বিদ্যাসাগরে ভূষিত করে বলেন, তার এ প্রচেষ্টা আগামীতেও চলমান থাকবে।