আর্কাইভ

টানা বর্ষণে দিশেহারা গৌরনদী-আগৈলঝাড়ার খেটে খাওয়া মানুষ

নেমে এসেছে চরম দুর্ভোগ। এসব উপজেলার অধিকাংশ এলাকার কাঁচা ঘরবাড়ি, পান বরজ, মৎস্য ঘের ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৈরি আবহাওয়ার কারনে কাজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে এসব উপজেলার খেটে খাওয়া মানুষগুলো।

গৌরনদীর গেরাকুল গ্রামের দিনমজুর শাহিন হাওলাদার জানান, টানা বৃষ্টিতে গত ৫দিন ধরে কাজ করতে না পারায় এখন তার পরিবারের হাহাকার শুরু হয়ে গেছে। দিনমজুর কালাম সিকদার জানান, কাজের অভাবে তিনি তার পরিবার-পরিজন নিয়ে এখন মানবেতর জীবনযাপন করছেন। টানা বর্ষনে গৌরনদী পৌর সদরের নিন্মাঞ্চলসহ অধিকাংশ এলাকার স্কুল-কলেজের মাঠে হাঁটু সমান পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অপরদিকে টানা বর্ষণে আগৈলঝাড়ার আমবৌলা এলাকার ভেরী বাঁধ ধ্বসে ওই এলাকার নিন্মাঞ্চল তলিয়ে গেছে। ফলে ওইসব এলাকার পানবরজ, মৎস্য ঘের, কাঁচা ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন

Back to top button