গৌরনদী-পয়সারহাট জন গুরুত্বপূর্ন সড়কটি ধান ক্ষেতে পরিনত

সড়কের বিভিন্নস্থানে ক’দিনের টানা বর্ষণে যানবাহন কিংবা মানুষের চলাচলের অনুপযোগী হয়ে এখন ধান ক্ষেতে পরিনত হয়েছে। ফলে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে এ রুটে চলাচলকারী হাজার-হাজার যাত্রীদের ও যানবাহনের চালকদের। অধিক ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে এখন যানবাহন চলাচল করতে গিয়ে প্রতিদিনই ছোট-বড় অসংখ্য দূর্ঘটনার ঘটনা ঘটছে। বিশেষ করে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে সড়কের মধ্যে বিশাল গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকি বেড়ে গেছে। যে কারনে যেকোন সময় এ রুটে চলাচলকারী দুরপাল্লার পরিহবনসহ লোকালবাস ও অন্যান্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে।

অপরদিকে টানা বর্ষনে গৌরনদী পৌর এলাকার গেরাকুল-হাজীপাড়া ভায়া লেবুতলীর মানিক মিয়া সড়কের বিভিন্নস্থানে বড় বড় গর্তের সৃষ্টিসহ কয়েকটি স্থানে রাস্তা ধ্বসে পড়ায় ইতোমধ্যে ওই সড়কের সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। স্থানীয় ভুক্তভোগী গোলাম হেলাল মিয়া জানান, গেরাকুল, লেবুতলী, হাজীপাড়া, দিয়াশুর, আশোকাঠী ও কাসেমাবাদ গ্রামের বাসিন্দাদের গৌরনদী পৌর সদরের সাথে যোগাযোগের একমাত্র সড়ক হচ্ছে মানিক মিয়া সড়ক। এছাড়াও এ সড়ক দিয়েই প্রতিদিন গেরাকুল আখতারুন্নেচ্ছা মাধ্যমিক বিদ্যালয়, গেরাকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়, গেরাকুল পরিবার পরিকল্পনা কেন্দ্রে ভুক্তভোগীদের যাতায়াত করতে হয়। গৌরনদীর একমাত্র হ্যালিপ্যাড-টিও এ সড়কের অন্তুর্ভূক্ত। সড়কের হ্যালিপ্যাড সংলগ্ন স্থানে বিশাল গর্ত হয়ে রাস্তা ধ্বর্সে পড়ায় ও সড়কের বিভিন্নস্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় গত তিনদিন থেকে ওই সড়কে সকল ধরনের যানবাহন বন্ধ হয়ে গেছে। ফলে ওই সড়কের সুবিধাভোগীদের এখন চরম ভোগান্তিতে পরতে হয়েছে।

-খোকন আহম্মেদ হীরা, গৌরনদী ডটকম