মেহেন্দিগঞ্জে জেলেদের মধ্যে সংর্ঘষে আহত১৫

জেলেদের মধ্যকার সংঘর্ষে কম বেশি ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত জেলেদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

জানা গেছে, মেঘনা নদীতে ইলিশ মাছ ধরা নিয়ে মেহেন্দিগঞ্জের উলানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল মোল্লার ভাই চুন্নু মোল্লা ও গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের মেম্বর মোস্তাফিজুর রহমানের মধ্যে দীর্ঘ দিন ধরে আধিপত্য বিস্তারে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে কয়েকবার বাকবিতন্ডার ঘটনাও ঘটে। বিশেষ করে মেঘনায় ইলিশের মৌসুম শুরু হওয়ায় সাম্প্রতিক সময়ে দু’গ্রুপের দ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে উঠে। এররইধারাবাহিকতায় রোববার সকাল সাড়ে ৮টার দিকে গোবিন্দপুর ইউনিয়নের মেঘনা নদীর কালিগঞ্জ ঘাটে জেলেদের দু’ গ্রুপের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংর্ঘষে উভয় গ্রুপের জেলেরা আহত হয়েছে। মেহেন্দীগঞ্জ থানার ওসি জুলফিকার মোঃ গাজ্জালী জানান, মাছ ধরা নিয়ে জেলেদের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে তিনি জানান।