হিন্দু বিবাহ রেজিষ্ট্রেশন চালু বিষয়ক মতবিনিময়

মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ষ্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট’র জিডিআরসি হলরুমে শনিবার দিনব্যাপী দু’টি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা জিসিএ সভাপতি মনোয়ার হোসেন খান। বক্তব্য রাখেন নলছিটি উপজেলা ভাইস-চেয়ারম্যান ডালিয়া নাসরিন, পৌরসচিব হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধা দুলাল সাহা, পুরোহিত কমিটির সভাপতি বিপুল চন্দ্র চক্রবর্তী, সুফিয়া কামাল ফেলো মেহেরুন নেছা জলি, জাফরিন শিমুল, ধর্মীয় নেতা কবি এমএ মুসা সহ বিয়ে রেজিষ্টেশনের কাজীরা উপস্থিত ছিলেন।

বিকেলে অনুষ্ঠিত কর্মশালায় ঝালকাঠি নাগরিক ফোরাম সদস্য আলমগীর হোসেন, নাসির উদ্দিন, সাংবাদিক শফিউল আজম টুটুল, ওমর ফারুক, অসীম কুমার রায় প্রমূখ বক্তব্য রাখেন। ঝালকাঠি সদর উপজেলা জিসিএ কর্মশালায় বাল্যবিয়ে রোধ, পারিবারিক নির্যাতন রোধ, যৌন হয়রানীরোধ ও সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়ায় নারীর অংশগ্রহন বৃদ্ধি বিষয়ে আলোচনা করা হয়। ষ্টেপসের আঞ্চলিক কর্মকর্তা রনজিৎ দত্ত, সিনিয়র প্রকল্প কর্মকর্তা মাহফুজুর রহমান কর্মশালা দু’টির সমন্বয় করেন।