আর্কাইভ

বরিশালে ইসলামী ব্যাংকের দিনব্যাপী কর্মশালা

‘আইসিটি অপারেশনস এ্যান্ড সিকিউরিটি’  বিষয়ে দিনব্যাপি ওয়ার্কশপ বরিশাল জোনাল অফিসে অনুষ্ঠিত হয়েছে। এতে জোনের ২০ টি শাখার ৪০ জন কর্মকর্তা অংশগ্রহন করেন।

শনিবার অনুষ্ঠিত দিনব্যাপী এ ওয়ার্কশপের উদ্বোধন করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল জোন প্রধান এ.কে.এম. হারুনুর রশীদ।  আলোচনা উপস্থাপন করেন প্রধান কার্যালয়ের আইসিটি ডিভিশনের উর্ধ্বতন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, মিয়া মোহাম্মাদ সাঈদ, আফজালূল হক ও আবুল বশার আল মামুন।

উদ্বোধনী বক্তব্যে এ.কে.এম. হারুনুর রশীদ বলেন- ব্যাংকের প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারীকে যুগোপযোগী জ্ঞানার্জনের মাধ্যমে নিজেদের যোগ্যতা বৃদ্ধির কোন বিকল্প নেই। চলমান প্রযুক্তির জ্ঞানার্জন ও প্রয়োগে সকল কার্যক্রম সমাধানের মাধ্যমে ব্যাংকিং জগতের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হবে। এজন্য বিভিন্ন ধরণের প্রতারনা ও জালিয়াতি রোধের সম্যক জ্ঞান নিজের ও প্রতিষ্ঠানের কল্যাণে অর্জন করতে হবে।

আরও পড়ুন

Back to top button