বরিশালে ইসলামী ব্যাংকের দিনব্যাপী কর্মশালা

‘আইসিটি অপারেশনস এ্যান্ড সিকিউরিটি’  বিষয়ে দিনব্যাপি ওয়ার্কশপ বরিশাল জোনাল অফিসে অনুষ্ঠিত হয়েছে। এতে জোনের ২০ টি শাখার ৪০ জন কর্মকর্তা অংশগ্রহন করেন।

শনিবার অনুষ্ঠিত দিনব্যাপী এ ওয়ার্কশপের উদ্বোধন করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল জোন প্রধান এ.কে.এম. হারুনুর রশীদ।  আলোচনা উপস্থাপন করেন প্রধান কার্যালয়ের আইসিটি ডিভিশনের উর্ধ্বতন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, মিয়া মোহাম্মাদ সাঈদ, আফজালূল হক ও আবুল বশার আল মামুন।

উদ্বোধনী বক্তব্যে এ.কে.এম. হারুনুর রশীদ বলেন- ব্যাংকের প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারীকে যুগোপযোগী জ্ঞানার্জনের মাধ্যমে নিজেদের যোগ্যতা বৃদ্ধির কোন বিকল্প নেই। চলমান প্রযুক্তির জ্ঞানার্জন ও প্রয়োগে সকল কার্যক্রম সমাধানের মাধ্যমে ব্যাংকিং জগতের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হবে। এজন্য বিভিন্ন ধরণের প্রতারনা ও জালিয়াতি রোধের সম্যক জ্ঞান নিজের ও প্রতিষ্ঠানের কল্যাণে অর্জন করতে হবে।