মিথ্যে চুরির অভিযোগে বেধরক পিটিয়ে রক্তাক্ত করেছে কাজের ছেলেকে

গৌরনদী উপজেলার টরকী বন্দরে গতকাল মঙ্গলবার সকালে মোঃ বাবলু প্যাদা তার কাজের ছেলে (প্রতিবন্ধি) কাইয়ুমকে মিথ্যে চুরির অভিযোগে হাত পা বেধে পিটিয়ে রক্তাক্ত করে। প্রতিবেশী ও স্থানীয় প্রতিনিধির হস্তক্ষেপে গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত সূত্রে জানাগেছে, টরকী বন্দরের বাসিন্দা বাবলু প্যাদার বাড়িতে ১মাস আগে কাজ নেয় আহত কাইয়ুম। প্রতিদিনের মত সোমবার রাতেও বাবলু প্যাদার বন্ধু এরশাদ এর সাথে ঘুমাতে যায় কাইয়ুম। সকালে ঘুম থেকে উঠে এরশাদ জানায়, তার ৮শত টাকা, মোবাইল ফোন, টর্চ লাই হারানো গেছে। খোজা খুজি করে তার মালামাল না পাওয়ায় দোষ দেয়া হয় কাইয়ুমের। বাবলূ প্যাদা, তার সহযোগি (বন্ধু) বারেক, আল আমিন, এরশাদকে নিয়ে চুরির অভিযোগে বাড়ির মধ্যে হাত পা বেধে বেধরক পিটাতে থাকে। এক পর্যায়ে তারা প্লাস দিয়ে তার দাড়ি ও নখ টেনে উঠানোর চেষ্টা করে। ধস্তা ধস্তিতে তার মুখ খুলে গেলে যন্ত্রনার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে। তখন তারা আহত কাইয়ুমের অবস্থা বেগতিক দেখে এলাকার মতলেব কমিশনার কে খবর দেয়। কমিশনার গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। কমিশনার জানায় এরকম একটি ঘটনার জন্য অপরাধীদের গুরুত্বর সাজা হওয়া দরকার। আহত কাইয়ুম জানায়, চুরির ঘটনা ছিল পরিকল্পিত সাজানো বেতন চাওয়া ছিল তার প্রধান অপরাধ । তার চোখের অবস্থা গুরত্বর বলে জানিয়েছেন চিকিৎসক। এ ব্যাপারে গৌরনদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাগেছে।