ঝালকাঠি কীর্ত্তিপাশায় এডিপি’র কালভার্ট নির্মান নিয়ে উত্তেজনা

নির্মানের অভিযোগে স্থানীয় জনগন ইউএনও বরাবরে লিখিত অভিযোগ দিয়েছে। এ ঘটনায় স্থানীয় দু’টি গ্রুপের মাঝে বিরোধ সৃষ্টি হয়েছে। জানাগেছে, ঝালকাঠি সদর উপজেলা পরিষদের ১০-৫-২০১১ তারিখের সভায় চেয়ারম্যান কীর্ত্তিপাশা ইউনিয়নের বেউখির -শংকরধবল এলাকায় প্রায় একলাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহন করেন।

কীর্ত্তিপাশার বেউখির-শংকরধবল এলজিইডি রাস্তার পার্শ্বে মতিলাল বলের বাড়ির সামনে ড্রেনেজ কালভার্ট নির্মানের জন্য প্রকল্পটিতে স্থানীয় চেয়ারম্যান আ: রহিম মিয়াকে প্রধান করা হয়। কিন্তু সেখানে স্থানীয় কিছু সুবিধাভোগি লোক চেয়ারম্যানকে ম্যানেজ করে প্রকল্পটির স্থান পরিবর্তন করিয়ে তার নির্বাচনী কর্মী রাজিব বলের ঘরের পেছনে নির্মানের পাঁয়তারা করছে।

অভিযোগকারীরা উল্লেখ করেন প্রকল্প নিধারিত জায়গায় কালভার্টটি নির্মান করা হলে স্কুলগামী ছোটছোট ছেলে মেয়ে এবং জনসাধারন চলাচলে ভীষন উপকৃত হবে। এ ঘটনায় স্থানীয়রা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব এ্যাড. খান সাইফুল্লাহ পনিরের হস্তক্ষেপ কামনা করলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জনগুরুত্ব বিবেচনা করে কালভার্ট নির্মানের অনুরোধ করেছেন।