দ্বিতীয় দিনেও পুলিশ প্রহরায় পরীক্ষা দিল শেবাচিম কলেজের শিবির নেতাকর্মীরা

পরীক্ষায় অংশ নিলো বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্র শিবির নেতা-কর্মিরা। তবে শিবির নেতাকর্মীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশের পর থেকে ছাত্রলীগ ক্যাডারদের মহড়ায় ক্যাম্পাস জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে । তারা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে শিবির বিরোধী স্লোগান দিতে থাকে। কিন্তু বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকায় অপ্রীতিকর কিছুই ঘটেনি।

উল্লেখ্য, ২৩ এপ্রিল ফরম ফিলাপ নিয়ে ছাত্রলীগ ক্যাডাররা ৫ শিবির নেতাকর্মীকে বেধড়ক মারপিট করে একটি কক্ষের মধ্যে আটক করে রাখে। কলেজের বিশৃঙ্খলার অভিযোগ এনে পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় ২৪ জনকে আসামী করে থানায় মামলাও দায়ের করা হয়। মামলা দায়েরের পর দীর্ঘদিন ধরে শিবির নেতাকর্মীরা ক্যাম্পাসের বাইরে অবস্থান করে। গত শনিবার এমবিবিএস পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে ফিরে এলে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়।