ইসলামী আন্দোলনের মিছিলে পুলিশী লাঠিচার্জে আহত-২০

আন্দোলনের মিছিলে পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৬ নেতা-কর্মি।

জানা গেছে, সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র বাকেরগঞ্জ শাখার উদ্যোগে পৌরসভার সামনে থেকে সংগঠনের গ্রেফতারকৃত শতাধিক নেতা-কর্মীর মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি টিএনটি সড়কে পৌছলে পিছন থেকে পুলিশ বেপরোয়া লাঠিচার্জ শুরু করে। মিছিল থেকে গ্রেফতারকৃতরা হলো আল আমিন (২১), আব্দুর রব (৪৫), সাইফুল্ল¬াহ (২৫), মুজিবর (৩০), হাবিবুর রহমান (৩৬), আনোয়ার (২৬) । অপরদিকে একই দাবীতে সোমবার বিকেলে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এক সমাবেশ করে ইশা ছাত্র আন্দোলন। মহানগর সভাপতি হাফেজ মোঃ নাসির উদ্দিন নাইসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মোঃ আব্দুল মান্নান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ছাত্র নেতা মাওঃ জাফর ইমাম, হাফেজ মাওঃ আল আমিন, হাফেজ মোঃ মাহবুবুর রহমান, মাওঃ মোঃ লুৎফর রহমান, মোঃ সানাউল¬াহ প্রমুখ। সমাবেশে  বক্তারা বলেন, মহাজোট সরকার সংবিধান থেকে আল্ল¬াহর উপর আস্থা ও বিশ্বাস বাদ দিয়ে ধর্ম নিরপেক্ষতা সংযোজন করে ইসলাম বিদ্ধেষী কর্মকান্ডের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। দেশবাসী সরকারের এ কর্মকান্ডের দাত ভাঙ্গা জবাব দেবে।