ছাত্রলীগ নেতার অবৈধ বিদ্যুত সংযোগ বিছিন্ন

সংযোগ বিছিন্ন করায় বিএনপি পন্থী আখ্যা দিয়ে পৌরসভার বিদ্যুত বিভাগের প্রকৌশলীকে ষ্ট্যান্ড রিলিজ করেছেন পৌর মেয়র। মঙ্গলবার এ খবর ছড়িয়ে পড়লে পৌরবাসীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, পৌরসভার বিদ্যুত লাইন থেকে অবৈধভাবে বিদ্যুত সংযোগ নিয়ে দীর্ঘদিন থেকে নিজের বাড়িতে ব্যবহার করে আসছিলেন সরকারী গৌরনদী কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ও পৌর মেয়রের ঘনিষ্ট সহচর (এলাকায় ছোট মেয়র বলে খ্যাত) লুৎফর রহমান দ্বিপ। বর্তমান পৌর মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ পৌরসভার দায়িত্ব গ্রহনের পর সাবেক মেয়র  বিএনপি নেতা নুর আলম হাওলাদারের বাড়িসহ পৌরসভার লাইন থেকে নিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার করা সকল অবৈধ সংযোগ বিছিন্ন করার নির্দেশ দেন। পৌরসভার বিদ্যুত বিভাগের প্রকৌশলী সেলিনা আক্তার সম্প্রতি পৌরসভার ব্যক্তিগত বিদ্যুৎ লাইন থেকে নেয়া সকল অবৈধ সংযোগ বিছিন্ন করে দেয়। লাইনম্যানরা নির্দেশ পেয়ে অবৈধ সংযোগ ব্যবহারকারী ছাত্রলীগ নেতা লুৎফরের বাড়ির সংযোগটিও বিছিন্ন করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ নেতা প্রকৗশলী সেলিনা আক্তারকে বিএনপি পন্থি আখ্যা দিয়ে তাকে বদলির হুমকি প্রদর্শন করে। এরইধারাবাহিকতায় গত বৃহস্পতিবার পৌর মেয়র হারিছুর রহমান হারিছ প্রকৌশলী সেলিনা আক্তারকে গৌরনদী পৌরসভা থেকে ষ্ট্যান্ড রিলিজ করেন।

সেলিনা আক্তার কোন কথা বলতে অপরাগতা প্রকাশ করে এ প্রতিবেদককে জানান, তাকে গৌরনদী পৌরসভা থেকে ষ্ট্যান্ড রিলিজ করে বানারীপাড়া পৌরসভায় পাঠানো হয়েছে। ছাত্রলীগ নেতা লুৎফর রহমান দ্বিপের সাথে যোগাযোগ করা হলে তিনি হুমকির অভিযোগ অস্বীকার করে বলেন, কি কারনে প্রকৌশলী সেলিনাকে ষ্ট্যান্ড রিলিজ করা হয়েছে তা মেয়রই ভালো বলতে পারবেন। গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছে ষ্ট্যান্ড রিলিজের সত্যতা স্বীকার করে বলেন এক জন সরকারী কর্মকর্তা দীর্ঘ সময়ও তো এক স্থানে থাকতে পারে না। প্রকৌশলী সেলিনা দীর্ঘ ৯ বছর গৌরনদীতে চাকুরী করেছেন। এ কারনে মন্ত্রনালয়ই তাকে স্টান্ড রিলিজ করেছে।

উল্লেখ্য, বিএনপির প্রথম সরকারের সময়ে (১৯৯১ সনে) তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারী গৌরনদী কলেজ মাঠে সমাবেশ করেন। সমাবেশ শেষে গাড়ি বহর নিয়ে তিনি কলেজ গেটের সম্মুখে পৌঁছলে স্থানীয় বিএনপি নেতা ছবেদ আলী মোল্লার নেতৃত্বে বিএনপির কর্মীরা শেখ হাসিনার গাড়ি বহরে হামলা চালায়। সেই হামলার নেতৃত্বদানকারী ছবেদ মোল্লার পুত্রই হচ্ছে সরকারী গৌরনদী কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি লুৎফর রহমান দ্বিপ।