ঝালকাঠিতে বাস চাঁপায় স্কুল ছাত্রী নিহত

স্কুল ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী তিন ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ঝালকাঠি-বরিশাল মহাসড়কের আমিরাবাদ নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় মগড় ইউপি চেয়ারম্যান কাজী আমীন জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা কাঠালিয়াগামী মেঘনা পরিবহনের একটি যাত্রীবাহি বাস রাস্তা পারাপারের সময় শিশুটিকে চাঁপা দেয় । এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।  বিক্ষুদ্ধ এলাকাবাসী ঘটনার পর মহাসড়কে গাছ ফেলে তিন ঘন্টা অবরোধ সৃষ্টি করে । এ সময় ঝালকাঠি থেকে সকল রুটের যান চলাচল বন্ধ থাকে । এরপর নিহতের পরিবারকে স্থানীয়  প্রশাসন ও বাস কর্তৃপক্ষ ক্ষতি পূরণ দেয়া এবং ঘটনাস্থলে স্পিডব্রেকার স্থাপনের আশ্বাস দিলে সকাল ১১টায় এলাকাবাসী অবরোধ তুলে নেয়।

নিহত স্কুল ছাত্রীর পিতার নাম সেলিম খান। তার বাড়ি নলছিটি উপজেলার ডুবলী গ্রামে । নিহত স্কুল ছাত্রীর ফুপু সালেহা বেগম জানিয়েছে, আমিরাবাদ গ্রামে খালা বাড়ি যাওয়ার পথে সে দূর্ঘটনার কবলে পড়ে । নিহত শিশুটি নলছিটি উপজেলার মেরহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী ।