আর্কাইভ

বরিশালের ‘ক্যারাভ্যান ট্যুর ফর সুন্দরবন’র ভোট গ্রহণ

জন্য প্রচারণামূলক অভিযান কার্যক্রম ‘ক্যারাভ্যান ট্যুর ফর সুন্দরবন’ সোমবার বরিশাল ব্রজমোহন কলেজ এবং শেরেবাংলা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে ভোটিং কার্যক্রম করেছে। রোববার বিকেল ৩টায় প্রচারাভিযানে ব্যবহৃত ক্যারাভ্যানটি বরিশালে পৌছে। ঐ দিন বিকেল সাড়ে ৪টায় বরিশাল জিলা স্কুল কম্পাউন্ডে সুন্দরবনকে ভোট দেয়া সংক্রান্ত কার্যক্রম শুরু হয়। এ প্রচারাভিযান ও ভোটিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হেমায়েত উদ্দিন তালুকদার।

সোমবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ‘ক্যারাভ্যান ট্যুর ফর সুন্দরবন’ ব্রজমোহন কলেজ ক্যাম্পাসে ভোটিং কার্যক্রম চালায়। এ সময় উপস্থিত ছিলেন বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ননী গোপাল দাস, উপাধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম, শিক্ষক ক্লাবের সাধারন সম্পাদক অধ্যাপক জিয়াউল হাসান প্রমুখ। পরে মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে ভোটিং কার্যক্রম চালায় ‘ক্যারাভ্যান ট্যুর ফর সুন্দরবন।

উল্লেখ্য, সুন্দরবনকে একটি অনন্য পর্যটন গন্তব্য হিসেবে বিশ্বব্যাপী সুপরিচিত করার লক্ষ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশন এবং দ্যা বেঙ্গল ট্যুরসের উদ্যোগে দেশব্যাপী এ প্রচারাভিযান শুরু হয়েছে।

আরও পড়ুন

Back to top button