আর্কাইভ

কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের ১১’শ কার্ড বিতরনে অনিয়ম

সহায়তা তহবিলের কার্ড বিতরনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এসব কার্ড দুঃস্থদের দেয়ার নিয়ম থাকলেও সিটির সবকটি ওয়ার্ডেই আ’লীগ ঘরোনার নারীসহ ধনাট্যরাও পেয়েছে। বিশেষ করে নগরীর ১৭ নং ওয়ার্ডে কার্ড বিতরনে অনিয়মের ঘটনায় এলাকার সাধারন মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এখানকার ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক ঠিকাদার কাজী রোকনের ভাই ব্যাবসায়ী বজলুর রহমানের স্ত্রী’র নামেও কার্ড দেয়া হয়। এরকম বেশ কটি কার্ড বিতরনে বিতর্কিত ভূমিকা রেখেছেন ওয়ার্ড কাউন্সিলর আকতারুজ্জামান হিরু। তিনি তার পকেটের লোকজনদের কার্ড দিয়েছেন।

জানাযায়, মহিলা অধিদপ্তরের উদ্যোগে বরিশাল সিটি কর্পোরেশনের বাসিন্দা দুস্থ মহিলাদের জন্য ল্যাকটেটিং মাদার সহায়তা’র কার্ড বিতরন করা হয়। এর আগে মহিলা অধিদপ্তর স্ব স্ব ওয়ার্ডের কাউন্সিলরকে তালিকা তৈরি করার দ্বায়িত্ব দেন। বরিশাল সিটি ৩০টি ওয়ার্ডে’র তালিকা তৈরি সম্পন্ন শেষে ২৯ জুন থেকে ল্যাকটেটিং কার্ড বিতরন শুরু হয়। ৫ জুলাই কার্ড বিতরন সম্পন্ন হয়েছে। কর্পোরেশনে মোট ১১’শ কার্ড বিতরন করা হয়।

বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাস জানান এ বিষয়ে আপনি মহিলা বিষয়ক কর্মকর্তার সঙ্গে কথা বলেন। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম জানান বাংলাদেশের প্রেক্ষপটে সবকিছু তো যাচাই বাছাই করে করা যায় না। প্রথমে কাউন্সিলরগন যাচাই বাছাই করে মহিলা অধিদপ্তরের পাঠিয়েছে। এরপর এখান থেকেও যাচাই বাছাই করে কার্ড বিতরন করা হয়েছে।

আরও পড়ুন

আরও দেখুন...
Close
Back to top button