আর্কাইভ

বাংলালিংক টাওয়ারের ক্যাবলসহ চোর আটক

১মন ক্যাবলসহ এক নেশাখোর চোর আটক হয়েছে। ধৃত চোরকে স্থানীয় কাউন্সিলরের সহযোগীতায় আজ সকাল সাড়ে ৭টায় পুলিশে সোর্পদ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বরিশালের ঝালকাঠি থানার পিকনে পশ্চিমকাঠি গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে সাগর হাওলাদার (২১) কালকিনি মডেল উচ্চ বিদ্যালয়ের পিছনে অবস্থিত বাংলালিংক টাওয়ারের ক্যাবল কেটে বৃহস্পতিবার প্রথম প্রহর ভোর ৪টার সময় বস্তাভর্তি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী হাতেনাতে আটক করে।

স্থানীয় পৌর কাউন্সিলর কেরামত আলী হাওলাদার জানান, এলাকাবাসীর গণপিটুনী থেকে উদ্ধার করে ক্যাবলসহ চোরকে পুলিশে সোর্পদ করেছি। ওর সাথে আরো একজন ছিল সে পালিয়ে গেছে।
ধৃত চোর সাগর হাওলাদার বলেন, ভূরঘাটা এলাকার আঃ রব হাওলাদারের ছেলে সোহেল ওরফে ড্যান্ডি সোহেল আমাকে ক্যাবল নিতে এনেছে। এলাকাবাসী ধাওয়া দিলে ও আমাকে ফেলে পালিয়ে যায়।

কালকিনি থানার অফিসার ইনচার্জ এ কে এম শাহীন মন্ডল জানান, ধৃত ও পালিয়ে যাওয়া দুইজনই মাদকসেবী। চুরি মামলায় তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হবে।

আরও পড়ুন

Back to top button