গৌরনদীতে বৈশাখী কনসার্টের নামে মাতলামি ও বেহায়াপনা

নববর্ষ উপলক্ষে গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহ আলম খানের সৌজন্যে গৌরনদী গার্লস হাইস্কুল এন্ড কলেজ মাঠে গত বুধবার রাতে এক কনসার্টের আয়োজন করা হয়। কনসার্টের পুর্ব থেকেই তারকা শিল্পিরা গান পরিবেশন করবেন বলে মাইকিং করা হয়। কিন্তু কনসার্ট না হয়ে সে খানে রাতভর চলে অশ্লিল ও মদ্য পায়িদের বেহায়াপনা ।
কনসার্টে আগত দর্শকরা অভিযোগ করেন, তারকা শিল্পিদের নামে মাইকিং করে কনসার্টের আয়োজন করা হয়। গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের মাঠ ও উপজেলা পরিষদের সড়কটি আলোক সজ্জায় সজ্জিত করা হয়। সন্ধা শুরু হতে না হতেই নারী পুরুষ কিশোর, যুবক, যুবতীসহ হাজার হাজার দর্শক সমাগম ঘটে। কিন্তু কনসার্টের শিল্পিরা ছিল অনুপস্থিত। পরে উত্তেজিত দর্শকদের নির্বিত করতে বাজানো হয় তারকা শিল্পিদের সিডি। এক পর্যায়ে গভীর রাতে মঞ্চে আসে নৃত্য শিল্পিরা। মঞ্চে যখন নৃত্য চলে তখন সাজ ঘরের মধ্যে একাধিক ব্যক্তি মদ্য পান করে বে-সামাল হয়ে পড়ে, চলে বেহায়াপনা। রাগান্মিত দর্শকরা বাড়ি ফিরে যাবার সময় অনেকেই বলতে শোনা যায়, নববর্ষের দিনে তারকা শিল্পিদের নামে প্রচারনা চালিয়ে দর্শকদের সাথে প্রতারনা করা সমচিন হয়নি। তা ছাড়া মদ্য পান করে যে বেহায়াপনা করেছে তা ছিল নজির বিহিন। উপজেলা চেয়ারম্যানের সৌজন্যে কনসার্টের নামে মাতলামি ও বেহায়াপনার বিষয়টি গতকাল বৃহস্পতিবার গৌরনদীর টক অফদা টাউনে পরিনত হয়।