বরিশালে বিএনপি’র মিছিলে পুলিশী এ্যাকশন

বিএনপি’র পৃথক দুটি মিছিল বের করলে পুলিশী এ্যাকশনে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে গেছে। নগরীর বেশীরভাগ  ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা অফিস খোলা ছিল। রূপাতলী থেকে অভ্যন্তরীন চারটি রুটে বাস চলাচল করছে। লঞ্চ চলাচল স্বভাবিক। তবে দূরপাল্লার কোন বাস ছাড়েনি।

বরিশাল জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামাল ও সাধারণ সম্পাদক এ্যাডঃ বিলকিস জাহান শিরিনের নেতৃত্বে আদালত চত্বর থেকে বেলা সাড়ে ১১টায় মিছিল বের করতে গেলে দফায় দফায় পুলিশি বাধার মুখে পরে। নেতা-কর্মীরা পূর্ব পাশে জড়ো হয়ে মিছিল শুরু করলে সেখানে পুলিশ বিক্ষিপ্ত ভাবে আক্রমন করে। আহত হয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান রাশেদ, খান মোঃ আনোয়ার, মোঃ আনোয়ার হোসেন, যুবদল নেতা জাহিদুল ইসলাম রিপন।

এর আগে হরতালের সমর্থনে সকাল সাড়ে ছয়টায় মহানগর বিএনপির সভাপতি এমপি মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে  হাসপাতাল রোড ও জমায়াত বাজার রোড থেকে মিছিল বের হয়। পুলিশ মিছিল দুটি ছত্রভঙ্গ করে দেয়। নগরীতে যান চলাচল স্বাভাবিক। এদিকে দুপুর ১টার দিকে রুপাতলী সোনারগা টেক্সটাইল মিলেন সামনে হরতাল সমর্থকরা একটি মাহেন্দ্র ভাংচুর করে। এসময় পুলিশ দুই জনকে আটক করে।