গ্রুপিং ও লবিংয়ের ফলে ইউপি নির্বাচনে ঝালকাঠি বিএনপি’র ব্যাপক ভরাডুবি

নির্বাচনের ফলাফলের হিসাবে বরাবর বিএনপি-জাতীয় পার্টির আধিপত্য থাকলেও সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের ক্ষমতাসীণ আওয়ামীলীগের সমর্থক ইউপি চেয়ারম্যান প্রার্থীরা বেশী জয়লাভ করেছে। অন্যদিকে গ্র“পিং ও নেতাদের বিরোধী ভূমিকার কারনে বিএনপি সমর্থিত ইউপি চেয়ারম্যান প্রার্থীদের শোচনীয় পরাজয় হয়েছে। জেলার ৪টি উপজেলার ৩২টি ইউনিয়নের মধ্যে ৩১টিতে অনুষ্ঠিত নির্বাচনী ফলাফল হিসাবে এ তথ্য পাওয়া গেছে। বর্তমান ক্ষমতাসীন আওয়ামীলীগ সমর্থক ২৪টি ইউপিতে জয়ী হয়েছেন এবং বিরোধী দল বিএনপি সমর্থক বাকী ৮টি ইউপিতে জয়ী হয়েছেন। এছাড়া দুটি পৌরসভার মেয়র নির্বাচনে সমান সমান রয়েছে আওয়ামী লীগ বিএনপি।

ঝালকাঠি সদর  উপজেলার ১০টি ইউনিয়নে বিগত নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ সমর্থিত ৬টি ও বিএনপি সমর্থিত ৪টি ইউনিয়নের প্রার্থীরা বিজয়ী হয়েছিল। কিন্তু এবারের ইউপি নির্বাচনে উপজেলার ৯টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ সমর্থিত ৮টি ও বিএনপি সমর্থিত ১টি প্রার্থীরা বিজয়ী হয়েছে। একটি ইউনিয়ন পোনাবালিয়ায় আইনী জটিলতার কারনে নির্বাচন স্থগিত রয়েছে। এরমধ্যে সদর উপজেলার গাভারাম চন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান সৈয়দ জাহাঙ্গির হোসেন খন্দকার (আ’লীগ) হারিয়ে আমিনুল ইসলাম লিটন (আ’লীগ) নির্বাচিত হয়েছে। বিনয়কাঠিতে চেয়ারম্যান পদে মোঃ সাইফুল ইসলাম (আ’লীগ) কে হারিয়ে সরদার এনামুল হক এলিন (বিএনপি) নির্বাচিত হয়েছে। নবগ্রামে চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান ওয়ালিউর রহমান হিরু (আ’লীগ) কে হারিয়ে মজিবুল হক আকন্দ (আ’লীগ) নির্বাচিত হয়েছে। কেওড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে শেখ মুজিবুল হক (আ’লীগ) কে হারিয়ে মঈন তালুকদার (আ’লীগ) নির্বাচিত হয়েছে। কীর্ত্তিপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে  সাবেক চেয়ারম্যান আব্দুস শুক্কুর মোল্লা ( আ’লীগ) কে হারিয়ে আব্দুর রহিম মিয়া (আ’লীগ) নির্বাচিত হয়েছে। বাসন্ডা ইউনিয়নে চেয়ারম্যান পদে জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম নুপুর( বিএনপি) কে হারিয়ে মোবারক হোসেন মল্লিক (আ’লীগ) নির্বাচিত হয়েছে। গাবখান-ধানসিঁড়িতে চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান মনির হোসেন হাওলাদার ( বিএনপি) কে হারিয়ে এ্যাড. জাকির হোসেন (আ’লীগ) নির্বাচিত হয়েছে। শেখেরহাটে চেয়ারম্যান পদে ছবির হোসেন ( আ’লীগ) কে হারিয়ে নুরুল আমিন খান সুরুজ (আ’লীগ) নির্বাচিত হয়েছে। নথুল্লাবাদে চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান ( বিএনপি) কে হারিয়ে জাহাঙ্গির হোসেন সরদার (ছাত্রলীগ) নির্বাচিত হয়েছে।

নলছিটি উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে বিগত নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ সমর্থিত প্রার্থীরা ১টি ও বিএনপি সমর্থিত প্রার্থীরা ৯টি ইউনিয়নের বিজয়ী হয়েছিল। কিন্তু এবারের নির্বাচনে ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আ’লীগ সমর্থিত প্রার্থীরা ৪ টিতে ও বিএনপি সমর্থিত প্রার্থীরা ৬টিতে বিজয়ী হয়েছে। এরমধ্যে কুলকাঠিতে চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা (বিএনপি) কে হারিয়ে এইচএম আখতারুজ্জামান বাচ্চু ( আ’লীগ) বিজয়ী হয়েছে। নাচনমহলে চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান আতাহার খলিফাকে হারিয়ে এ্যাড.মোহাম্মদ হোসেন আকন ( আ’লীগ) বিজয়ী হয়েছে। মোল্লারহাটে চেয়ারম্যান পদে কবির হোসেন (আ’লীগ) কে হারিয়ে আব্দুস ছালাম ( বিএনপি) বিজয়ী হয়েছে। সিদ্ধকাঠিতে চেয়ারম্যান পদে সোহরাব মাষ্টার (আ’লীগ) কে হারিয়ে গিয়াস উদ্দিন মাঝি (বিএনপি) বিজয়ী হয়েছে। সুবিদপুরে চেয়ারম্যান পদে মোঃ ফোরকান (আ’লীগ) কে হারিয়ে নজরুল ইসলাম শাহিন (বিএনপি) বিজয়ী হয়েছে। দপদপিয়ায় চেয়ারম্যান পদে বাবুল মৃধা (স্বতন্ত্র) বিজয়ী হয়েছে। রানাপাশায় চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান আঃ মান্নান হাওলাদার (বিএনপি) কে হারিয়ে আঃ ছালাম (আ’লীগ) বিজয়ী হয়েছে। মগড়ে চেয়ারম্যান পদে মোহাম্মদ আলী (আ’লীগ) কে হারিয়ে আমিন কাজি (বিএনপি) বিজয়ী হয়েছে। ভৈরবপাশায় চেয়ারম্যান পদে মোঃ সেলিম (আ’লীগ) কে হারিয়ে একেএম আব্দুল হক (আ’লীগ) বিজয়ী হয়েছে। কুসঙ্গলে চেয়ারম্যান পদে মতিউর রহমান সরদার ( আ’লীগ) কে হারিয়ে আলী আশরাফ (বিএনপি) বিজয়ী হয়েছে।

রাজাপুর উপজেলা ৬টি ইউনিয়নের মধ্যে বিগত নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা সবক’টি ইউনিয়নে বিজয়ী হয়েছিল। কিন্তু এবারের নির্বাচনে ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আ’লীগ সমর্থিত প্রার্থীরা ৪টিতে ও বিএনপি সমর্থিত প্রার্থীরা ২টিতে বিজয়ী হয়েছে। এরমধ্যে সাতুরিয়া চেয়ারম্যান পদে হেমায়েত হোসেন নুরু (বিএনপি) কে হারিয়ে সিদ্দিকুল ইসলাম (আ’লীগ) বিজয়ী হয়েছে। শুক্তাগড়ে চেয়ারম্যান পদে মজিবুল হক মৃধা (আ’লীগ) কে হারিয়ে আবুল কালাম আজাদ (বিএনপি) বিজয়ী হয়েছে। রাজাপুরের চেয়ারম্যান পদে তাজুল ইসলাম কাজল শরীফ (আ’লীগ) কে হারিয়ে আঃ ওয়াহেদ মৃধা (বিএনপি) বিজয়ী হয়েছে। গালুয়ায় চেয়ারম্যান পদে ফখরুদ্দীন রেজা জালাল (বিএনপি) কে হারিয়ে মুজিবুল হক কামাল (আ’লীগ) বিজয়ী হয়েছে। বড়ইয়ায় চেয়ারম্যান পদে শরীফ মোঃ সোহেল (বিএনপি) কে হারিয়ে অধ্যক্ষ মনিরুজ্জামান মনির (আ’লীগ) বিজয়ী হয়েছে। মঠবাড়িতে চেয়ারম্যান পদে মোস্তফা কামাল শিকদার (আ’লীগ) কে হারিয়ে জাহিদুল ইসলাম (বিএনপি) বিজয়ী হয়েছে।

কাঠাঁলিয়া উপজেলা ৬টি ইউনিয়নের মধ্যে বিগত নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা সবক’টি ইউনিয়নে বিজয়ী হয়েছিল। কিন্তু এবারের নির্বাচনে ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আ’লীগ সমর্থিত প্রার্থীরা ৫ টিতে ও বিএনপি সমর্থিত প্রার্থীরা ১ টিতে বিজয়ী হয়েছে। এরমধ্যে চেঁচরীরামপুরে চেয়ারম্যান পদে প্রার্থী আলী হায়দার (বিএনপি) কে হারিয়ে মোঃ জাকির হোসেন ফরাজী (আ’লীগ) বিজয়ী হয়েছে। পা’িকেলঘাটায় চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান নাজমুন্নাহার চায়না (বিএনপি) কে হারিয়ে শিশির চন্দ্র দাস (আ’লীগ) বিজয়ী হয়েছে। আমুয়ায় চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম ফোরকান (বিএনপি) কে হারিয়ে আখতার হোসেন মিরবহর (বিএনপি) বিজয়ী হয়েছে। কাঠাঁলিয়া সদরে  চেয়ারম্যান পদে এবিএম হুমাউন কবির কে হারিয়ে গোলাম কিবরিয়া সিকদার (আ’লীগ) বিজয়ী হয়েছে। শৈলজালিয়ায় চেয়ারম্যান পদে তরিকুল ইসলাম (আ’লীগ) কে হারিয়ে প্রধানমন্ত্রী’র এপিএস-১ এর ছোট ভাই মাহমুদ হাসান রিপন (আ’লীগ) বিজয়ী হয়েছে। আওরাবুনিয়ায় চেয়ারম্যান পদে  আল মামুন (জাতীয় পার্টি) কে হারিয়ে কামরুজ্জামান লিটন (আ’লীগ) প্রতিদন্ধী প্রার্থী বিজয়ী হয়েছে।