বরিশালে বাস উল্টে ৩৪ পুলিশ সদস্য আহত

দুপরে সড়ক দূর্ঘটনায় ৩৪ পুলিশ সদস্য আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আর্মড পুলিশ  কুমিল্লা ইউপি নির্বাচনের দায়িত্ব পালন শেষে বরিশালের উদ্দেশ্যে সড়ক পথে ফিরছিল। দুপুর পৌনে ১টায় বরিশাল-ঢাকা মহাসড়কের কাশীপুর চৌমাথা এলাকার  পুলিশ সদস্যদের বহনকারী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব ১৪-৫৪৭৫) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে দূর্ঘটনায় পতিত হয়। এতে বাসে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের সকল সদস্যই কম বেশি আহত হয়েছে। গাড়ি উল্টো যাওয়ার সময় একটি রিক্্রায় ধাক্কা লাগে। এতে রিক্্রাটি ধুমরে মুছরে গিয়ে চালক রাজ্জাক ব্যাপারী আহত হয়েছে।

পুলিশ সদস্যদের মধ্যে গুরুতর আহতরা হলো এসআই শাজাহান, কনস্টেবল বোরহান উদ্দীন, মালেক, তাজুল ইসলাম, হাসান, ইমরান। তারা শেবাচিম হাসাপতালে চিকিৎসাধীন রয়েছে।

বিএমপি’র বন্দর থানার উপ-পরিদর্শক আবূর খায়ের জানান খবর পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আর্মড পুলিশদের উদ্ধার করেছে। এছাড়া দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আর্মড পুলিশের অস্ত্র ও মালামাল উদ্ধার সম্পন্ন করেছে।