আর্কাইভ

রাজাপুরে মোটরসাইকেল চালক হত্যা মামলায় জড়িত সন্দেহে আটক২

সাথে জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজাপুর ও ভান্ডারিয়া থানা পুলিশের যৌথ অভিযানে সাইফুল ইসলাম সুমন ও মোঃ আল-আমিন নামের দুই যুবককে ভান্ডারিয়া থেকে গ্রেফতার করা হয়। রাজাপুর থানার এসআই হালিম জানিয়েছেন, আটককৃতদের কাছ থেকে নিহত সিরাজুল ইসলামের ব্যবহৃত মোবাইল সেট উদ্ধার করা হয়। আজ শনিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

উলেখ্য, গত ১৯ জুন ঝালকাঠির মোটর সাইকেল চালক সিরাজুল ইসলামকে রাজাপুর উপজেলার কানুদাসকাঠি এলাকায় নিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে মোটরসাইকেলটি নিয়ে যায়। পরের দিন বরিশাল থেকে তা উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন

Back to top button