বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন নামকরন – ইউনিভার্সিটি অব বরিশাল

বরিশাল জিলা স্কুলের বর্ধিত ভবনে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে শুক্রবার রাতে সিন্ডিকেট সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন নামকরনের প্রস্তাবটি পাস করা হয়। নতুন নাম রাখা হয় ইউনিভার্সিটি অব বরিশাল। এর আগে বিকেলে সুশীল সমাজের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি মতবিনিময় সভায় মিলিত হন।

সন্ধ্যা ৭টায় আহুত সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. হারুনর রশিদ খান। উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোঃ হারুন অর রশীদ, প্রফেসর ড. মোঃ আকতারুজ্জামান, প্রফেসর মোঃ হানিফ, মোঃ সিরাজ উদ্দীন আহমেদ,বরিশাল বিভাগীয় কমিশনার আবু হেনা মোহাম্মাদ রহমাতুল মুনিম,এলজিআরডি মন্ত্রনালয়ের যুগ্ন সচিব আবদুল মালেক, শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ন সচিব এএস মাহমুদ, বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড.বিমল কৃষ্ণ— মজুমদার। সিন্ডিকেট সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন নাম করন পাস করা হয়।

ভিসি অধ্যাপক ড. হারুনর রশিদ খান জানান নতুন এই বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে যথাসাধ্য চেষ্টা অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির নেতা বাকসুর সাবেক ভিপি আনোয়ার হোসাইন জানান জেলা স্কুলের ৩ তলা বিশিষ্ট নতুন দুটি ভবনে চলতি বর্ষেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। তিনি আরো জানান বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন নাম করনের জন্য প্রস্তাব রাখার প্রেক্ষিতে নতুন নামকরন হয়েছে ইউনিভার্সিটি অব বরিশাল।

প্রসঙ্গত বিগত জোট সরকারের আমলে নগরীর ডেফুলিয়ায় বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য জায়গা নির্ধারন করা হয়েছিল। জোট সরকারের শেষ মুহুর্তে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া সেখানে বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তরও স্থাপন করেন। তত্তাবধায়ক সরকারের আমলে পূর্বের জায়গা বাদ দিয়ে নতুন করে শহরতলীর কর্নকাঠি ও চাখারের স্থান দেখেন কর্তৃপক্ষ। মহাজোট সরকারের আগমনের পর শিক্ষামন্ত্রালয়ের এক পরিপত্রে জায়গা নির্ধারন করা হয়েছে কর্নকাঠিতে। গত ২২ ফেব্র“য়ারী প্রধান মন্ত্রী শেখ হাসিনা কর্নকাঠিতে বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।