বরিশাল মহিলা কলেজের শিক্ষক ইলিয়াসের বিরুদ্ধে মানববন্ধন

নানাবিধ অন্যায় অপকর্মের বিরুদ্ধে স্থানীয়রা মানবন্ধন কর্মসূচী পালন করেছে। তারা বিতর্কিত এই শিক্ষকের বরখাস্তসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে। একই সঙ্গে তার রোষানলে পড়ে চতুর্থ শ্রেনীর কর্মচারী নুরুল ইসলামের চাকুরী ফিরে পাওয়ার দাবী তুলে মানববন্ধনে অংশ গ্রহনকারীরা। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় বরিশাল অশ্বিনী কুমার হল প্রাঙ্গনে নগরীর আগরপুর রোড বাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।

মানববন্ধনে অংশগ্রহনকারীরা বলেন শিক্ষক ইলিয়াস মহিলা কলেজে যোগদানের পর একের পর এক বিতর্কিক কর্মকান্ড করে চলছেন। তিনি ছাত্রীদের যৌন হয়রানী করে আসছেন। লোক লজ্জার ভয়ে কেউ মুখ প্রকাশ করতে পারছেন না। নিরবে শিক্ষক ইলিয়াসের অত্যাচার সহ্য করছে একাধিক ছাত্রী।

জানা গেছে, বছর চারেক আগে মহিলা কলেজে ইংরেজী বিভাগের শিক্ষক হিসাবে যোগদান করেন ইলিয়াস ব্যাপারী। তিনি কলেজের হোস্টেল সুপারের দ্বায়িত্বেও রয়েছেন। কলেজের একটি সূত্র জানায়, একজন শিক্ষক হোস্টেল সুপারের দ্বায়িত্বে ২ বছর থাকতে পারে। কিন্তু ইলিয়াস হোস্টেল সুপার পদে দু’বছর অতিক্রম করেছে আরো আগে। সূত্র জানায়,৬ সদস্য নিয়ে নুরুল ইসলামের পরিবার। মহিলা কলেজে পিয়নের চাকুরী করে টানাহেচরার মাধ্যমে পরিবারের সদস্যদের ভরন পোষন করে আসছিলেন। বেশ কিছু দিন আগ থেকে নুরুল ইসলামকে শিক্ষক ইলিয়াস অবৈধ কাজে সহায়তা করতে বলেন। পিয়ন নুরুল ইসলাম নীতিতে অটল। সে কোনভাবেই অপকর্মের সঙ্গে সম্পূক্ত বা সহায়তা করবেন না বলে শিক্ষককে সাফ জানিয়ে দেয়। মুলত এরপরই থেকে চাকুরী  থেকে তাকে বাদ দিতে নানা কুটচাল আটে শিক্ষক ইলিয়াস এরইধারাবহিকতায় সম্প্রতি নুরুল ইসলামকে শিক্ষক ইলিয়াস কলেজ থেকে বের করে দেন। আর জোরালো কন্ঠে শিক্ষক বলেছেন তোমার চাকুরী বরখাস্ত করা হয়েছে। রোষানলে পড়ে পিয়ন নুরুল ইসলামের পরিবার এখন মানবেতর জীবন যাপন করছেন। দীর্ঘ ২৬ বছর কলেজে পিয়নের দ্বায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

অশ্রু সিক্ত নয়নে নুরুল ইসলাম জানান কলেজের শিক্ষক ইলিয়াস ব্যাপারীর অনৈতিক কর্মকান্ড করতে না পারার কারনেই তাকে পিয়নের চাকুরী থেকে বরখাস্ত করা হয়েছে। শিক্ষক ইলিয়াস ব্যাপারী শীর্ষ নিউজকে বলেন আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা বানোয়াট। তিনি আরো বলেন নুরুল ইসলামের ব্যাবহার ভাল নয়। সে আমার সঙ্গেও র্দূব্যবহার করেছে। এজন্য হোস্টেল কমিটির সিদ্ধান্তনুযায়ী তাকে বাদ দেয়া হয়েছে। এদিকে অভিযোগ উঠেছে বিতর্কিত শিক্ষক ইলিয়াস ব্যাপারীকে শেল্টার দিচ্ছেন স্থানীয় কাউন্সিলর আকতারুজ্জামান হিরু।