গৌরনদীতে মুক্তিযোদ্ধার মুক্তির দাবিতে মানববন্ধন

বরিশালের গৌরনদী উপজেলার বাসুদেবপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও স্কুল শিক্ষক ইসাহাক আলী পেয়াদা (মৃধা)’র মুক্তির দাবিতে গতকাল শনিবার মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা প্রজন্ম ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ঠ্যান্ডে ঘন্টাকালব্যাপী মানববন্ধন শেষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম, সাধারন সম্পাদক মোঃ নয়ন শরীফ, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়া, সহসভাপতি লুৎফর রহমান দ্বিপ, কাজল হাওলাদার, মুক্তিযোদ্ধার সন্তান মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা প্রজন্মর পৌর শাখার যুগ্ন সম্পাদক সোহেল ভূঁইয়া প্রমুখ।

বক্তারা বলেন, একটি মিথ্যে মামলায় মুক্তিযোদ্ধা ইসাহাক আলী পেয়াদা (মৃধা)’র যাবজ্জীবন সাজা হয়। দীর্ঘ ১৪ বছর ধরে তিনি কারাভোগ করছেন। ৭৭ বছর বয়োস্কা মুক্তিযোদ্ধা ইসাহাক আলী কারাঅভ্যন্তরে বর্তমানে মৃত্যুর প্রহর গুনছেন। একজন মুক্তিযোদ্ধা হিসেবে বক্তারা রাষ্ট্রপতির সাধারন ক্ষমায় ইসাহাক আলীর মুক্তির দাবি করেন।