প্রবাসীর বসত বাড়ীর দেয়াল গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা

দেয়াল গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা । বরিশাল জেলার বাকেরগঞ্জের পৌর শহরের ভরপাশা নামক এলাকায় ঐ ঘটনা ঘটেছে । ক্ষতিগ্রস্থ প্রবাসীর স্ত্রী মৌসূমী বেগম বাদী হয়ে এঘটনায় ৮ জনকে আসামী করে গত ৫ জুলাই আদালতে মামলা দায়ের করেছে । আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে দুই আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করেছেন । এদিকে আসামীরা মেয়রের কাছের লেঅক হওয়ায় পুলিশ তাদের গ্রেপ্তার করছেনা বলে বাদী আভিযোগ করেন । 

মামলার এজাহার ও বাদীর অভিযোগে জানাগেছে, ভরপাশা এলাকার প্রবাসী গোলাম মোস্তফা সম্প্রতিক সময়ে বিদেশ থেকে দেশে ফিরে প্রতিবেশীর কাছ থেকে সাড়ে ১৪ শতাংশ জমি ক্রয় করে । সে থেকেই ঐ এলাকার চিহ্নিত সন্ত্রাসী আলমগীর করাতী, মহসিন করাতী ও ইউসুব আলীরা তার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবী করে । দাবীকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে প্রবাসী গোলাম মস্তফার বাড়ীতে হামলা চালিয়ে তার বাড়ীর সিমানা প্রাচীর বা দেয়ার ভেঙ্গে ফেলে । এ সময় প্রবাসী ও তার স্ত্রী বাধা দিলে তাদের মারধর করে আহত করা হয় । পরে গোলাম মস্তফা বিষয়টি যুবলীগ নেতা পৌর মেয়র লোকমান হোসেন ঢাকুয়ার কাছে বিচার দাবী  করেন । মেয়র লোকমান হোসেন ঢাকুয়া তখন উল্টো সন্ত্রাসী দের পক্ষ নেয় । মেয়র প্রবাসী গোলাম মোস্তফাকে সন্ত্রাসীদের দাবী মেনে নিতে বলেদেন। মেয়রের কাছে সঠিক বিচার না পেয়ে গোলাম মস্তফার স্ত্রী মৌসূমী আদালতে মামলা দায়ের করেন।