চুড়ান্ত ঘোষণার অপেক্ষায় বরিশাল ছাত্রলীগের কমিটি

কমিটি ঘোষণা হতে যাচ্ছে। জেলা ও মহানগর আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃন্দের দেওয়া একটি তালিকা ইতিমধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দের কাছে পৌছানো হয়েছে। তালিকা অনুযায়ী যে কোন সময়ে বরিশাল জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা হতে পারে বলে জানা গেছে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মাহফুজুল হায়দার রোটন চৌধুরী বরিশাল ছাত্রলীগের সম্ভাব্য কমিটির তালিকা পাওয়ার কথা স্বীকার করে সাংবাদিকদের জানান, ওই কমিটি অনুমোদনের প্রক্রিয়া চলছে।

সুত্র জানায়, বরিশাল আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃন্দ জেলা ও মহানগর ছাত্রলীগের সভাপতি-সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম চুড়ান্ত করে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে জমা দিয়েছেন। জেলার সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হচ্ছেন যথাক্রমে সরকারী সৈয়দ হাতেম আলী কলেজের সাধারন সম্পাদক সুমন সেরনিয়াবাত, পলিটেকনিক কলেজের সভাপতি আঃ রাজ্জাক ও বিএম কলেজ ছাত্রলীগের সদস্য তৌফিক আহম্মেদ রাহাত। মহানগরের সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিনক সম্পাদক হচ্ছেন যথাক্রমে বিলুপ্ত মহানগর কমিটির সদস্য জসিমউদ্দিন, অসীম দেওয়ান ও বিতর্কিত কর্মপরিষদ থেকে পদত্যাগ করা এজিএস সৈয়দ সামসুদ্দোহা আবীদ।
জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ, মহানগর আওয়ামীলীগের আহ্বায়ক ও সিটি মেয়র শওকত হোসেন হিরণ এবং জেলার দপ্তর সম্পাদক তালুকদার মোঃ ইউনুস এমপি বৃহস্পতিবার বিকালে উল্লেখিত তালিকা চুড়ান্ত করে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে জমা দিয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, বরিশাল ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছিল ১৯৯২ সালে। ২০০২ সালে ওই কমিটি বিলুপ্ত করে জেলা ও মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।