জোড়পূর্বক সম্পত্তি দখল করে ঘর নির্মান – পুলিশের বাঁধা

১৯ বছরের ভোগদখলীয় সম্পত্তিতে প্রভাবশালীরা জোড়পূর্বক দখল করে ঘর নির্মান কাজ শুরু করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘর নির্মান কাজের বাঁধা প্রদান করেন।

ওই মহল্লার করম আলী তালুকদারের পুত্র মোঃ গিয়াস উদ্দিন তালুকদার অভিযোগ করেন, দীর্ঘদিন ১৯ বছর পূর্বে টরকীর চর মহল্লায় জমি ক্রয় করে তিনি বসত বাড়ি নির্মান করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন। অতিসম্প্রতি তার ক্রয়কৃত সম্পত্তির ওপর লোলুপ দৃষ্টি পরে বার্থী গ্রামের আলাল চৌকিদারের পুত্র প্রভাবশালী জহুর আলী চৌকিদারের। তারই ধারাবাহিকতায় শুক্রবার স্থানীয় কতিপয় প্রভাবশালীদের ম্যানেজ করে জহুর আলী তার ভাড়াটিয়া লোকজন নিয়ে গিয়াস উদ্দিনের বসত বাড়ির সীমানা (টিনের তৈরি) বেড়ার মধ্যে জবর দখল করে ঘর নির্মানের কাজ শুরু করে। এসময় তাদের বাঁধা দিতে গেলে গিয়াস উদ্দিনকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দেয়া হয়। উপায়অন্তুর না পেয়ে গিয়াস উদ্দিন ওইদিন বিকেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জবরদখলকারী জহুর চৌকিদারের লোকজনদের ঘর উত্তোলনে বাঁধা প্রদান করে কাজ বন্ধ করে দেন। গিয়াস উদ্দিন আরো অভিযোগ করেন, থানায় অভিযোগ দেয়ায় প্রভাবশালীরা তার স্ব-পরিবারকে প্রাণনাশের হুমকি প্রদর্শন অব্যাহত রেখেছে। প্রভাবশালীদের অব্যাহত হুমকির মুখে অসহায় গিয়াস উদ্দিন তার পরিবার-পরিজন নিয়ে এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে তিনি প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। হুমকির অভিযোগ অস্বীকার করে জহুর চৌকিদার বলেন, সরকারী সম্পত্তিতে আমি দোকান ঘর নির্মান কাজ শুরু করেছি। পুলিশ কোন কিছু না বুঝে আমার লোকজনকে কাজ করতে বাঁধা প্রদান করেছে।