আর্কাইভ

ছাগলে গাছ খাওয়ার জের হামলায় মহিলাসহ ১০ জন আহত

বাউরগাতি গ্রামে হামলায় মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায়। এ ঘটনায় গতকাল শনিবার থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে।

ওই গ্রামের দিনমজুর সাহেব আলী সরদার জানান, শুক্রবার বিকেলে তার ছাগলে পাশ্ববর্তী বাড়ির মোকলেচ মজুমদারের পুত্র মামুন মজুমদারের একটি ছোট্ট মেহগনি গাছ ভেঙ্গে ফেলে। এ ঘটনার জের ধরে মামুনের নেতৃত্বে ৪/৫ জনে ওইদিন সন্ধ্যায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সাহেব আলীর বাড়িতে হামলা চালায়। হামলায় তার (সাহেব আলীর) স্ত্রী রাহিমা বেগম, কন্যা মুক্তা খানম, চাচাতো ভাই ছোমেদ সরদার গুরুতর আহত হয়। হামলা ফেরাতে গিয়ে আহত হন প্রতিবেশী সৈজালি খান, স্বপন হাওলাদার, হিবুল মিয়াসহ কমপক্ষে ১০ জন। হামলার সময় নিজের সহযোগীদের হামলায় আহত হয় মামুন মজুমদার। গুরুতর আহতদের গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

আরও দেখুন...
Close
Back to top button