উজিরপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সুডেন্টস কাউন্সিল নির্বাচন সম্পন্ন

শেষ হল সুডেন্টস কাউন্সিল নির্বাচন। শনিবার সকালে উপজেলার সদরে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেনীর ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে  ১৫ জন প্রতিদ্বন্দী প্রার্থীর মধ্যে ভোটররা গোপন ভোটের মাধ্যমে ৭ জনকে নির্বাচিত করে। তিন শ্রেনী মিলে ২৯৯ ভোটের মধ্যে ৫ম শ্রেনীর মো: রায়হান তালুকদার  ১৬৩ ভোট, স্বর্না আক্তার ১৩০, ইফফাত আরা সুরভী ৮৮, ৪র্থ শ্রেনীর খায়রুল ইসলাম হৃদয় ১৩৩, ঐশী রায় ১৫১, ৩য় শ্রেনীর  নিযিয়া আনাম সাবিহা ১৩৪, মেহেদী হাসান ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়। নির্বচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করে ৫ শ্রেনীর ছাত্রী জাছিয়া কালাম সারা, সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন সাহারিয়া আলম (সুমি), তাসমিয়া আক্তার লাবনী । এসময় স্কুলে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোস্তফা কামাল, সহকারী শিক্ষা অফিসার রিয়াজ আলম। নির্বাচিত ছাত্র-ছাত্রীরা ও ভোটররা  জানান তারা এই ভোটে অংশ গ্রহন করতে পেরে খুবই আনন্দিত। এর ফলে তারা নির্বাচন সর্ম্পকে অনেক ধারনা পেয়েছে।