ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ৩০ জন আহত

দু’পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা ও সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামে গৌরনদীর চাঁদশী গ্রাম ও উত্তর শিহিপাশা গ্রামের মধ্যে রবিবার বিকেলে প্রীতি ফুটবল খেলা চলছিলো। খেলার শেষ পর্যায়ে রেফারির দেয়া একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে উভয় পক্ষের খেলোয়ার ও সমর্থকদের মধ্যে বাকবিতন্ডা বাঁধে। এক পর্যায়ে হামলা-পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের সুমন সরদার, সোহেল সরদার, রুবেল সরদার, ইলিয়াস শিকদার, রাজু আহম্মেদ, লিটন, টিটু, পলাশ, আহাদুল ইসরাম, মোহম্মদ আলী, আরিফ, লিটন ফড়িয়া, ইউসুফ ফড়িয়া, সোহেল, রুবেল, সহিদ, রবিউল, জুয়েল, লালন, রাসেল, রাকিবসহ কমপক্ষে ৩০ জন আহত হয়।