বিশ্বব্যাপী বাংলাদেশী দুতাবাস ঘেরাও কর্মসূচি সফল করার লক্ষে গণসংযোগ

জিয়া পরিবারের প্রতি আওয়ামী ষড়যন্ত্র প্রতিহত করতে বহির্বিশ্ব বিএনপির উদ্যোগে ২২ জুলাই বিশ্ব ব্যাপী বাংলাদেশী দুতাবাস ও কন্সুলেট ঘেরাও কর্মসূচি সফল করার লক্ষে ব্যাপক গণসংযোগ এবং তৎরতা শুরু হয়েছে।

গত কাল ১০ ই জুলাই বিকেলে বিশ্বব্যাপী এক টেলিকনারেন্সের আয়োজন করা হয়। এই টেলিকনফরেনসের সভাপতিত্ব করেন বহির্বিশ্ব বিএনপির আহবায়ক ও যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আব্দুল লতি সম্রট ও পরিচালনা করেন বহির্বিশ্ব বিএনপির সদস্য সচিব মোসলেহ উদ্দিন আরিফ।

আমেরিকা, ইউরোপ, অষ্ট্রেলিয়া, কানাডা সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের বিএনপি নেতৃবৃন্দ এতে অংশ নেন। দলীয় ভেদাভেদ ভুলে দেশের ও জাতির স্বার্থে সকলেই ঐক্যবদ্ধভাবে বিশ্বব্যাপী বাংলাদেশ দুতাবাস ঘেরাও ও গন বিক্ষোভ কর্মসুচীর সাথে ঐক্যমত পোষন করেন।

এছাড়া গত ৭ই জুলাই চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও হংকং এর বিএনপি নেতৃবৃন্দ এর সাথে মত বিনিময় করেছে বহির্বিশ্ব বিএনপি নেতৃবৃন্দ। সেদিনের টেলিকনফারেন্সে অংশ গ্রহণ করেন মালয়েশিয়া বিএনপির সভাপতি মাহবুব আলম শাহ, চীন বিএনপির সভাপতি জনাব তারেক হাসান, সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম, সিঙ্গাপুর বিএনপির সভাপতি জনাব আব্দুল কাদির, হং কং বিএনপির সভাপতি জনাব জাফরুল্লাহ খান সহ ওই সমস্থ দেশের সিনিয়র নেতৃবৃন্দ। বহির্বিশ্ব বিএনপির পক্ষ থেকে আহবায়ক আব্দুল লতিফ সম্রাট, আহবায়ক মহিউদ্দিন খান ফার ইষ্টের দেশ সমূহের নেতৃবৃন্দর সঙ্গে আলোচনায় অংশ নেন ।

উক্ত টেলি কনফারেন্সে ২২শে জুলাই কর্মসূচী সফল করার মাধ্যমে আওয়ামী সৈরাচারী সরকারকে হুশিয়ার করে দিতে চান যে অবিলম্বে বিচার বিভাগে হস্তপে বন্ধ না করলে এবং শহীদ জিয়া পরিবারের উপর জুলুম নির্বযাতন ন্ধ করা না হলে প্রবাস থেকে সৈরাচারীনী শেখ হাসিনা সহ আওয়ামী সরকারের সকল মন্ত্রী পরিষদের সদস্যদের প্রবাসে অবাঞ্চিত ঘোষণা করা হবে।  যেখানে আওয়ামীলীগ সেখানে প্রতিরোধ সহ আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।।

টেলিকনফারেন্সে সর্বস্তরের প্রবাসী দেশপ্রেমিক বাংলাদেশীদের সহযোগিতা কামনা করা হয়।