নলছিটি পৌরসভায় ১৪ কোটি টাকার বাজেট ঘোষনা

গোপনেই এই প্রথম বারের মতো বাজেট ঘোষনা করা হলো নলছিটি পৌরসভায়। রবিবার শুধুমাত্র পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তাদের উপস্থিতিতে নতুন কোন করারোপ না করে ২০১১-১২ইং অর্থ বছরের বাজেট ঘোষনা করেন মেয়র মোঃ মজিবুর রহমান। পৌরসভার সভাকক্ষে ১১জন কাউন্সিলর, সচিব, সহকারী প্রকৌশলী, হিসাব রক্ষকের উপস্থিতিতে পৌরসভার ১৩ কোটি ৯২ লক্ষ ৪ হাজার ৫শত টাকার বাজেট উপস্থাপন করেন মেয়র। ঘোষিত বাজেটে রাজস্ব আয় ১ কোটি ৯১ লক্ষ ৮৪ হাজার ৫শত টাকা, পানি শাখায় আয় ১ কোটি ২০ লক্ষ টাকা এবং উন্নয়ন প্রাপ্তি ১১ কোটি টাকা দেখানো হয়েছে বলে জানা গেছে। রাজস্ব ব্যয় ১ কোটি ৬৮ লক্ষ ৬০ হাজার, পানি শাখার ব্যয় ৮৯ লক্ষ ৬০ হাজার  ও উন্নয়ন ব্যয় ১১ কোটি টাকা সহ মোট ১৩ কোটি ৫৮ লক্ষ ২০ হাজার টাকা ও ৩৩ লক্ষ ৮৪ হাজার ৫শত টাকা রাজস্ব উদ্ধৃত্ত্ব দেখানো হয়েছে।

বাজেট আলোচনায় পৌর মেয়র মোঃ মজিবুর রহমান, পৌর সচিব মোঃ জসিম উদ্দিন খান, প্যানেল মেয়র মোঃ ফারুক হোসেন, কাউন্সিলর মুঃ মনিরুজ্জামান (মুনির), সরোয়ার হোসেন তালুকদার, জিয়াউল কবির মিঠু, রেজাউল ইসলাম বাবু, লুৎফুল কবির প্রিন্স, গাজী মনজুরুল আলম, নুরুল ইসলাম স্বপন, মহিলা কাউন্সিলর ফিরোজা বেগম, পারভিন বেগম, নুরুন্নাহার বেগম রুবিনা, হিসাব রক্ষক আঃ রব গাজী, সহকারী প্রকৌশলী  মোঃ আবদুল মান্নান, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মাজাহারুল ইসলাম ও মোঃ কাইয়ুম প্রমুখ বক্তব্য রাখেন।