আর্কাইভ

আন্তঃজেলা মহিলা ছিনতাইকারী চক্রের তিনজনকে গণধোলাই

টাকার ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার সময় আন্তঃজেলা মহিলা ছিনতাইকারী দলের তিনজনকে স্থানীয়রা আটক করে গণধোলাই দিয়েছে। পরবর্তীতে তাদের থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর আশোকাঠী এলাকায়।

গৌরনদী থানার এস.আই অসীম কুমার সিকদার জানান, হাপানিয়া গ্রামের খলিল কবিরাজের স্ত্রী নাজমা বেগম গৌরনদী বন্দরের ব্যাংক থেকে টাকা উত্তোলন করে টেম্পুযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আশোকাঠী নামকস্থানে পৌঁছলে যাত্রীবেশী সংঘবদ্ধ ছিনতাইকারীরা তার টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্ঠা করে। স্থানীয়রা ধাওয়া করে আন্তঃজেলা মহিলা ছিনতাইকারী দলের সদস্য নুরুন নাহার (২৫), রিনা আক্তার (২৮) ও নিজাম উদ্দিনকে (১৪) আটক করে গণধোলাই দেয়। তাদের সাথে থাকা অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের বাড়ি বাক্ষ্মনবাড়িয়া জেলার নাসিরনগর থানার ডন্ডমন্ডল গ্রামে।

আটককৃত ছিনতাইকারীরা জানান, তারা একটি সংঘবদ্ধ চক্র মাদারীপুর জেলার সাধুরব্রীজ এলাকার ভাড়াবাড়িতে থাকেন। দীর্ঘদিন থেকে তারা বিভিন্ন এলাকায় যাত্রীবেশে ছিনতাই করে আসছেন। এ ঘটনায় নাজমা বেগম বাদি হয়ে গৌরনদী থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ আটককৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকা ও মোবাইল ফোন উদ্ধার করেছে।

আরও পড়ুন

Back to top button