আগৈলঝাড়ায় কাবিটার প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ

বরিশালের আগৈলঝাড়ায় কাবিটা প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। একারনে সাধারণ জনগনরে মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। সংশ্লিষ্ট অফিস সূত্রে জানাগেছে, গত অর্থ বছরে গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষণ কর্মসূচির আওতায় আগৈলঝাড়ার গৈলা ইউনিয়নের ৩ টি প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম পাওয়া গেছে। এর মধ্যে ২ টি প্রকল্পে নাম কাওয়াস্তে কাজ হয়েছে। সংশ্লি¬ষ্ট সূত্রমতে, কাবিটার আওতায় গৈলা ইউনিয়নে গৈলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ভরাট  বাবদ বরাদ্দ ছিল ২ লাখ ৭৫ হাজার টাকা। প্রকল্পের সিপিসি ছিলেন ওই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বেলায়েত হোসেন। স্থানীয়দের অভিযোগ ওই প্রকল্পে নাম কাওয়াস্তে কাজ হয়েছে। তবে ক্ষমত্সীন দলের স্থানীয় এক প্রভাবশালী নেতা কাজটি বাস্তবায়ন করায় অনিয়ম হলেও মুখ খুলতে সাহস পাচ্ছেনা কেউ। একই ইউনিয়নের কালুপাড়া গ্রামের কিস্মত সরদারের বাড়ি থেকে গৈলা মন্সা বাড়ি পর্যন্ত রাস্তা পুণ নির্মান বরাদ্দ ছিল ২ লাখ টাকা। প্রকল্পের সিপিসি ছিলেন স্থানীয় জলিল মিয়া।স্থানীয়রা নাম না প্রকাশের শর্তে  জানান, কাজের শুরুতে কিছু কাজ হলেও ওই প্রকল্পে  শেষ পর্যন্ত দায়সারা কাজ করে বাকি অর্থ হাতিয়ে নিয়েছে। সেরাল রাস্তার বটতলা থেকে আনিচুর সরদারের বাড়ি পর্যন্ত রাস্তা পুণঃ নির্মান, যার বরাদ্দ ছিল ১ লাখ ৭৫ হাজার টাকা। প্রকল্পের সিপিসি ছিলেন ওই ইউনিয়নের আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হালিমুজ্জামান হালিম। অন্যান্য প্রকল্পের তুলনায় এই প্রকল্পে উল্লেখযোগ্য কাজ হয়েছে বলে সরেজমিনে দেখাগেছে। দুটি প্রকল্পের কাজ সঠিকভাবে বাস্তবায়ন না করে সিপিসিরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ম্যানেজ করে সমুদয় বিল উত্তোলন করে নিয়েছেন। এব্যপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শচীন্দ্র নাথ বৈদ্য জানান, প্রকল্পের কাজ সন্তোষজনক হয়েছে। সম্পূর্ন বিল দেয়া হয়েছে।