জমিজমা সংক্রান্ত বিরোধে টেটাবিদ্ধ করে চারজনকে আহত

টেটাবিদ্ধ করে চারজনকে আহত করা হয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামে।

জানা গেছে, ওই গ্রামের মৃত নুরুল ইসলাম বেপারীর পুত্র ব্যবসায়ী সিরাজ বেপারীর সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে পাশ্ববর্তী দাদন বেপারী গংদের সাথে বিরোধ চলে আসছিলো। শুক্রবার দুপুরে পূর্ব বিরোধের জেরধরে প্রতিপক্ষ দাদন বেপারীর নেতৃত্বে আলমগীর হোসেন, মহিউদ্দিন, লোকমান, মিজানুর রহমানসহ ৭/৮ জনে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সিরাজ বেপারীর ওপর হামলা চালায়। এ সময় সিরাজের আত্মচিৎকারে তার বাড়ির লোকজন এগিয়ে আসলে তাদেরকে টেটাবিদ্ধ করে গুরুতর আহত করা হয়। হামলায় সিরাজ বেপারী, তার স্ত্রী খাদিজা বেগম, মা আলেয়া বেগম, ভাবী সুফিয়া বেগম টেটাবিদ্ধ হয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় আহতদের গৌরনদী হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে বেডে শষ্যাশয়ী সিরাজ বেপারী জানান, হামলাকারীরা তার স্ত্রীকে অমানুষিক নির্যাতন করে ব্যবহৃত স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে। এ ব্যাপারে সিরাজের ভাই শাহআলম বেপারী বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামি করে ওইদিন বিকেলে গৌরনদী থানায় মামলা দায়ের করেছেন।