পল্লী বিদ্যুতের গৌরনদী সাবস্টেশনে অগ্নিকান্ডে বিদুৎ সরবারাহ বন্ধ ॥ গ্রাহকের চরম ভোগান্তি

প্রচন্ড তাপদাহের মাঝে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২’র গৌরনদী সাবস্টেশনে গতকাল মঙ্গলবার সকালে অগ্নিকান্ডের কারনে প্রায় সাড়ে চার ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো। দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মা ও শিশু কল্যান কেন্দ্রসহ এসব উপজেলার অর্ধলক্ষ গ্রাহককে চরম ভোগান্তি পোহাতে হয়েছে।

গৌরনদী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আবু বক্কর শিবলী জানান, সকাল পৌনে নয়টার দিকে সাবস্টেশনে যান্ত্রিক ত্রুটির কারনে বিদ্যুতের ভোল্ট বেড়ে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। অগ্নিকান্ডে সাবস্টেশনের ওয়েল সার্কিট রিপ্লোজার (ওসিআর) সম্পূর্ণ ভস্মিভূত হয়। যার ফলে সাবস্টেশনের আওতাধীন গৌরনদী ও আগৈলঝাড়ার অর্ধলক্ষ গ্রাহকের বিদ্যুৎ লাইন বন্ধ হয়ে যায়। পূনরায় ওসিআর স্থাপন করতে প্রায় সাড়ে চার ঘন্টা সময় লাগে। নতুন ওসিআর সংযোগ দিয়ে দুপুর সোয়া দুইটায় বিদ্যুত সরবরাহ করা হয় বলেও তিনি উল্লেখ করেন। গৌরনদী পৌরসভার পানি সরবরাহের তদারকি কাজে নিয়োজিত আমিনুল ইসলাম জানান, বিদ্যুত না থাকার কারনে পৌর এলাকার ৬টি পাম্পে পানি উত্তোলন করা সম্ভব হয়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আলহাজ্ব ডাঃ মনিরুজ্জামান মনির জানান, বিদ্যুৎ না থাকার কারনে হাসপাতালে ভর্তি ও আগত রোগীদের চরম ভোগান্তির স্বীকার হতে হয়েছে।