খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করেছে পরিবারটি

গাজীর বসত ঘর মধ্যযুগীয় কায়দায় নিশ্চিহ্ন করে দিয়ে জমি দখল নেয়ার তিন দিন অতিবাহিত হলেও  কেউ ওই পরিবারটির পাশে দাড়াননি। সাত সদস্যের পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করেছে। দখলদার  গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক  তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা  মহড়া দিয়ে   পরিবারটির এলাকা ত্যাগের হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিবারটি প্রধানমন্ত্রীসহ মানবধিকার সংস্থা ও উর্ধতন প্রশাসনের  সহযোগীতা কামনা করছেন।

গতকাল দুপুরে সরেজমিনে গিয়ে ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসির সাথে কথা বলে জানা গেছে, আওয়ামীলীগ নেতা কর্তৃক ঘর বাড়ি ও একমাত্র অবলম্বন পান বরজ নিশ্চিহ্ন করে জমি দখল নেয়ার পর গত তিন দিনে কেউ খবর নেননি পরিবারটির । নিশ্চিহ্ন বাড়িতে গিয়ে দেখা যায় শুন্য ভিটায় বসে বুক চাপরে কান্না কাটি করছে মনিরের বৃদ্বা মা মনোয়ারা বেগম,স্ত্রী সেলিনা বেগম ,পুত্র রনিও কন্যা রিয়া । পাশেই রাজ্জাকের লোকজন দখল নেয়া ভিটায় বাশবাগান তৈরীর জন্য চারা রোপন করেছেন। মনিরের স্ত্রী সেলিনা বেগম বলেন , কয়দিন আগেও  মোর সুখের সংসার ছিল, এ্যাহন মোর কিছুই নাই , মোরা এ্যাহন নিঃস্ব  ও আশ্রয়হীন। এ্যাহন মোগো চাল চুলা কিছুই নাই। এতো কিছুর পরেও কেউ মোগো খোজ লয় নাই। মনির গাজী জানান, তার   ভিটে মাটি দখল করে নেয়ার পরে আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীদের পাহারায় বসিয়েছে। এ অবস্থায় দিনের বেলা বাড়ির সামনের রাস্তায়  খোলা আকাশের নিচে ,রাতে গ্রামের সেকেন্দার গাজীর গোয়াল ঘরে পরিবার পরিজন নিয়ে রাত কাটাতে হয়। তিনি অভিযোগ করেন, রাজ্জাকের ভাড়াটে সন্ত্রাসীরা এলাকায় মহড়া দিয়ে গ্রামবাসিকে বিভিন্ন ভয় ভীতি দেখায় । মনিরের পরিবারকে   কেউ আশ্রয় দিলে তাদেরকে দেখিয়ে নেয়া হবে বলে হুমকি দেয়। মনিরের পুত্র মেধাবী ছাত্র রনি ও কন্যা রিয়ায়  পড়াশোনার বই খাতা হামলাকারীরা বিনষ্ট করায় পড়াশোনা বন্ধ রয়েছে। পঞ্চম শ্রেনীর ছাত্র রনি গাজী হতাশার সুরে কান্না জড়িত কন্ঠে বলে, মোর জীবনে কি আর মুই  লেহাপড়া  করতে পারমু না ? প্রতিবেশী ফিরোজ গাজী জানান, আশ্রয়হীন পরিবারের হাড়ি পাতিল না থাকায় সে গত তিন দিন কিছু খাবার সরবারহ করে আসছিল। কিন্তু রাজ্জাকের লোকজনের হুমকির কারনে ওই পরিবারকে  আর সহযোগীতা করা সম্ভব হচ্ছে না।

অভিযোগ অস্বীকার করে আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক হাওলাদার বলেন, আমার বৈধ সম্পত্তি দখলদারদের কাছ থেকে উদ্বার করে নেয়র পর অবৈধ দখলদাররা আমার বিরুদ্বে অপপ্রচার চালাচ্ছে। উল্লেখ্য গত বুধবার গৌরনদী বার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক পুলিশের উপস্থিতিতে তার ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে মধ্যযুগীয় কায়দায় দিন মজুর মনির গাজীর বসত ঘর ও পানের বরজ গুড়িয়ে দিয়ে জমি দখল নিয়েছেন।