বি-স্ক্যানের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংগঠন বাংলাদেশী সিস্টেমস চেঞ্জ এডভোকেসি নেটওয়ার্ক (বি-স্ক্যান)-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা, বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। গতকাল শুক্রবার রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ আনোয়ার হোসেন। বারডেমের ল্যাবরেটরি সার্ভিসের পরিচালক অধ্যাপক শুভাগত চৌধুরীর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টিভি ও মিডিয়া ব্যক্তিত্ব ডা. আব্দুর নূর তুষার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বি-স্ক্যানের প্রেসিডেন্ট সাবরিনা সুলতানা, সাধারণ সম্পাদক সালমা মাহবুব প্রমুখ।

অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতার জন্য পুরস্কার দেয়া হয় ছয়জনকে। এ ছাড়া বৃত্তি হিসেবে ১০ হাজার টাকার চেক পান আফিয়া আক্তার। এরপর আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।

বক্তারা বি-স্ক্যানের কর্মতৎপরতার ভূয়সী প্রশংসা করে বলেন, বি-স্ক্যান যে ধরনের কর্মকান্ড চালিয়ে যাচ্ছে তা যদি সমাজের প্রতিটি স্তরে চলতে থাকে তাহলে বাংলাদেশের চেহারা একদিন সত্যিই পাল্টে যাবে।