রাতের আধাঁরে সরকারি সস্পত্তিতে দোকান ঘর নির্মান

সম্পত্তি দখল করে রাতের আধাঁরে দোকান ঘর নির্মান করেছেন এক সৌদি প্রবাসী। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৫ জুলাই) গভীর রাতে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে।

জানা গেছে, উপজেলার টরকী বন্দরের গিয়াস উদ্দিন তালুকদারের বাড়ির সম্মুখে সৌদি প্রবাসী জহির হাওলাদার কয়েক লক্ষ টাকার সরকারি সম্পত্তি দখল করে গত মঙ্গলবার দোকান ঘর নির্মানের কাজ শুরু করেন। খবর পেয়ে গৌরনদী থানা পুলিশ ও ২ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর খায়রুল খান ঘটনাস্থলে পৌঁছে কাজ বন্ধ করে দেয়। তাদের নির্দেশ অমান্য করে ২৫/৩০ জন শ্রমিক নিয়ে শুক্রবার ভোর রাতে পূর্ণরায় কাজ শুরু করে দোকান ঘর নির্মান করা হয়।

এ ব্যাপারে গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম বলেন, একাধিকবার আমরা সরকারি সম্পত্তিতে দোকান ঘর নির্মান কাজে বাঁধা দিয়েছি। বাঁধা উপেক্ষা করে রাতের আধাঁরে দোকান ঘর নির্মান করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

সরকারি জায়গার অবৈধভাবে দোকান ঘর নির্মান প্রসঙ্গে জানতে চাইলে সৌদি প্রবাসী জহির হাওলাদার বলেন, এরপূর্বে একইস্থানে আমার দোকান ঘর ছিলো। গত ওয়ান ইলেভেনের সময় তা উচ্ছেদ করা হয়। বর্তমানে আমার পূর্বের দখল করা সম্পত্তিতে আমি দোকান ঘর নির্মান করেছি।