আর্কাইভ

সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে।

জানা গেছে, থানা পুলিশের তালিকাভুক্ত র্শীর্ষ সন্ত্রাসী ও তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি পান্নু ভূইয়াকে মোহনকাঠি এলাকা থেকে এবং ওইচারমাঠ গ্রাম থেকে জিআর মামলার পলাতক আসামি মাখম লাল বাড়ৈ ও নির্মল বাড়ৈকে গ্রেফতার করে। পুলিশ জানায়, সেরাল গ্রামের সেকেন্দার আলী ভূইয়ার পুত্র পান্নুর থানা পুলিশের তালিকাভূক্ত র্শীর্ষ সন্ত্রাসী। এরপূর্বে তাকে গ্রেফতার করতে গেলে সে (পান্নু) হামলা চালিয়ে এক এস.আইকে আহত করেছে বলেও অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

Back to top button