ঘাতক মফিজ গ্রেপ্তারে বিএমপি’র ৬ পুলিশ পুরস্কৃত

গ্রেপ্তার করতে সক্ষম হওয়ায় বরিশাল মেট্রাপলিটনের ৬ পুলিশকে পুরস্কৃত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পুলিশ কমিশনার সৈয়দ তৌফিক উদ্দিন আহম্মেদ ব্যক্তিগতভাবে নগদ অর্থ প্রদান করে এদেরকে পুরস্কৃত করেন।

কাউনিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘাতক মফিজকে গ্রেপ্তার  করায় কাউনিয়া থানার উপ-পরিদর্শক হেমায়েল,সহকারী উপ-পুলিশ পরিদর্শক মো. মনিরুল ইসলাম ও চার কনস্টেবলকে পুরস্কার দেন পুলিশ কমিশনার।

সূত্র জানায়, উপ-পরিদর্শক হেমায়েল কবির দুই হাজার, সহকারী উপ-পরিদর্শক মনিরুল ইসলাম দুই হাজার টাকা পেয়েছেন। এছাড়া কনস্টেবল আবদুর রশীদকে ১ হাজার টাকা এবং কনস্টেবল হুমায়ুন কবির, শাহজাদা, আনোয়ার ৫’শ টাকা করে পেয়েছেন।পুরস্কৃত উপ-পরিদর্শক মনিরুল ইসলাম জানান পুলিশ কমিশনার নগদ অর্থ প্রদান করেছে। এর বাইরে সরকারিভাবে প্রত্যেককে ১ হাজার টাকা করে দেয়ার কথাও বলেছেন পুলিশ কমিশনার।

প্রসঙ্গত গত ১১ জুলাই মিরসরাইয়ের ৪৪ স্কুল ছাত্র নিহত হওয়ার ঘাতক ট্রাক চালক জসিম উদ্দিন মফিজ। তার বাড়ি মিরসরাই। ৫ দিন আগে ঘাতক ট্রাক চালক জসিম উদ্দিন মফিজ বরিশালের বাটনা গ্রামে বোনের মেয়ের শ্বশুর ফরিদ আহমেদ খানের বাড়িতে আত্মগোপন করে। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে ৯টায় পুলিশ খবর পেয়ে ঘাতক মফিজকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।