জামিনে মুক্তি পেয়ে মামলার বাদী ও স্বাক্ষীদের আসমীদের হুমকীর অভিযোগ

গ্রামে একটি মসজিদের উন্নয়নের তহবিল আত্মসাতে বাঁধা দেয়ায় গত ১৫ জুন আত্মসাৎকারী দুলাল সরদার ও তার দলবল সাবেক ইউপি সদস্য জামাল হোসেন সরদার সহ প্রায় ৭/৮ জনকে পিটিয়ে আহত, ভাংচুরের ঘটনা ঘটায়। গত ১৫ জুন জামাল সরদার বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করে। ১৭ জুন আসামীরা  জামিনে মুক্তি পেয়ে বাদী ও স্বাক্ষীদের ভয়ভীতি দিতে থাকে। ২০ জুন স্থানীয় আক্কেল সরদারের চায়ের দোকানের সামনে জামিনপ্রাপ্ত আসামী মাসুদ সরদার, দুলাল সরদার ও তার অনুসারীরা বাদী জামাল সরদারকে মামলা তুলে নিয়ে ও স্বাক্ষী সাদ্দাম হোসেন, জাকির ও সুমন সরদারকে প্রকাশ্যে হুমকী দেয়। গতকাল মামলার বাদী জামাল সরদার এবিষয়ে আগৈলঝাড়া থানায় সাধারণ ডায়েরী নং-৭৯৪ দায়ের করেন। জামাল সরদার সাংবাদিকদের আরও বলেন, আসামীরা বহিরাগত লোকজন নিয়ে রাত-বিরাতে এলাকায় মহড়া দেয়ায় সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করছে।