অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করায় গৌরনদীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

র্শীর্ষ নিউজ ডট কম এবং বহুল প্রচারিত সাপ্তাহিক র্শীর্ষ কাগজের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের প্রতিবাদে আজ শুক্রবার সকালে বরিশালের গৌরনদীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ভিত্তিক প্রথম অনলাইন দৈনিক গৌরনদী ডট কমের উদ্যোগে শুক্রবার সকাল দশটায় গৌরনদী প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন গৌরনদী ডট কমের সম্পাদক খোকন আহম্মেদ হীরা। অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা জহুরুল ইসলাম জহির, মোঃ জামাল উদ্দিন, বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপন, সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, ষ্টাফ রির্পোটার এইচ.এম সুমন, বিশেষ প্রতিনিধি সাইদুর রহমান স্বপন, প্রবীর বিশ্বাস ননী, ওমর আলী সানী, আগৈলঝাড়া প্রতিনিধি তপন বসু, কালকিনি প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন, উজিরপুর প্রতিনিধি মোঃ মিজানুর রহমান মিজান প্রমুখ। বক্তারা অনতিবিলম্বে অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর আন্দোলনেরও হুমকি দেয়া হয়।

একই সভায় বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠনের বরিশাল বিভাগীয় কমিটি, গৌরনদী প্রেসক্লাব ও আগৈলঝাড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দরা একত্বতা প্রকাশ করেন। আগৈলঝাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বলেন, অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে সাংবাদিকরা একত্রিত হয়ে রাজপথে আন্দোলনে নামতে হবে। গৌরনদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ হানিফ সরদার বলেন, বরাবরের ন্যায় সাংবাদিকদের ওপর অন্যায় অবিচারের প্রতিবাদে গৌরনদী প্রেসক্লাব অগ্রনী ভূমিকা পালন করে আসছে। এবারও অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে গৌরনদী প্রেসক্লাবের ব্যানারে নেতৃবৃন্দরা আন্দোলনে নামতে প্রস্তুত রয়েছে। বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠনের বরিশাল বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক রাহাত সুমন বলেন, যেখানে সন্ত্রাস সেখানেই প্রতিরোধ। আর যেখানেই সাংবাদিক নির্যাতন সেখানেই বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠনের বরিশাল বিভাগীয় কমিটির নেতৃবৃন্দের প্রতিবাদী কন্ঠস্বর। এবারও অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে এ সংগঠন সর্বদা প্রস্তুত রয়েছে। অনুষ্ঠিত প্রতিবাদ সভার সভাপতির বক্তব্যে গৌরনদী ডট কমের সম্পাদক খোকন আহম্মেদ হীরা বলেন, বর্তমান মহাজোট সরকারের ক্ষমতা গ্রহনে একমাত্র হাতিয়ার ছিলো বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মীরা। ক্ষমতা গ্রহনের পর থেকেই সরকার স্বাধীন সাংবাদিকতার প্রতি হস্তক্ষেপ করা শুরু করেছেন। যার দৃষ্টান্ত হচ্ছে একটি পাঠক প্রিয় অনলাইনের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা। অনতিবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য তিনি প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন।