চাঁদাবাজদের হুমকির মুখে পালিয়ে বেড়াচ্ছে এক সেলুন ব্যবসায়ী

আঞ্চলিক নেতা জগেশ্বর শীলের সহদর রাজ্বেশ্বর কর্তৃক দুই লক্ষ টাকা চাঁদার দাবিতে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির মুখে গত ৯দিন ধরে পালিয়ে বেড়াচ্ছে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল বন্দরের এক সেলুন ব্যবসায়ী।

শুক্রবার দুপুরে পালিয়ে গৌরনদী প্রেসক্লাবে হাজির হয়ে উপজেলার আধুনা গ্রামের বিজয় কৃষ্ণ শীলের পুত্র ব্যবসায়ী রিপন চন্দ্র শীল (৩০) জানান, গত ৭ বছর পূর্বে পাশ্ববর্তী আগরপুর ইউনিয়নের ব্রাহ্মনদিয়া গ্রামের রতন চন্দ্র শীলের কন্যা পুতুল রানীকে (২৭) সামাজিক ভাবে সে বিয়ে করেন। বিয়ের পর তাদের সংসারে একটি পুত্র সন্তান জন্মগ্রহন করে। গত বছরের ১০ অক্টোবর পরকীয়ার প্রেমে আসক্ত হয়ে পুতুল তার পুত্র সন্তানকে ফেলে রেখে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। কয়েকদিন পর সে বাবার বাড়িতে ফিরে আসে। ওইসময় স্থানীয়দের চাপের মুখে রিপন তার স্ত্রী পুতুলকে ঘরে তুললে সমাজের লোকজন তাকে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করে। একপর্যায়ে স্ত্রী-সন্তানকে নিয়ে রিপন আগরপুর এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন। গত ৪ এপ্রিল পূর্ণরায় পরকীয়ায় আসক্ত হয়ে পুতুল ফের অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। গত ১২ জুলাই পুতুল তার বাবার বাড়িতে ফিরে আসে। পরেরদিন (১৩ জুলাই) পুতুলের কাকা ক্রসফায়ারে নিহত জগে¦শ্বর শীলের সহদর রাজ্বেশ্বর শীল তার লোকজন নিয়ে পুতুলকে রিপনের বাড়িতে নিয়ে আসে। এসময় রিপনের বাবার সাথে রাজ্বেশ্বরের বাকবিতন্ডা হয়। পরেরদিন ১৪ জুলাই ব্যবসায়ী রিপন শীল বরিশাল চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের মাধ্যমে পুতুলের সাথে তার বৈবাহিত সম্পর্ক ছিন্ন করে।

এ খবর জানতে পেরে রাজ্বেশ্বর ও তার লোকজনে মোবাইল ফোনে রিপনকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করায় রিপনকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। সন্ত্রাসীদের অব্যাহত হুমকির মুখে সরিকল বন্দরের পদ্মা হেয়ার কাটিং সেলুনের স্বত্তাধীকারি রিপন চন্দ্র শীল গত ৯দিন ধরে ব্যবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে বেড়াচ্ছেন। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অসহায় রিপন শীল চাঁদাবাজদের হাত থেকে রেহাই পেতে প্রসাশনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগ অস্বীকার করে রাজ্বেশ্বর শীল বলেন, স্থানীয় একটি কু-চক্রি মহলের পরামর্শে রিপন আমার ভাইয়ের মেয়ে পুতুলের বিরুদ্ধে নানা অপবাদ রটিয়ে বেড়াচ্ছে। যাহা আদৌ সত্য নয়।