বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার কমিটি গঠন
সভাপতি ও আমার দেশের সিনিয়র রিপোর্টার ইলিয়াস খানকে সাধারণ সম্পাদক করে বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার ৩৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠিত হয়।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি মিজানুর রহমান খান (প্রথম আলো), আলিমুজ্জামান হারুন (শীর্ষ নিউজ), আবদুল্লাহ ফেরদৌস (ইনকিলাব), আমিনুল ইসলাম মির্জা (বাসস), আসাদুজ্জামান স¤্রাট (আমাদের সময়)। যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (আমাদের সময়), শেখ মামুনুর রশীদ (যুগান্তর), মামুন আবেদিন (ভোরের কাগজ), আবু সালেহ আকন (নয়া দিগন্ত), মনিজা রহমান (জনকণ্ঠ), অর্থ সম্পাদক জহিরুল হক রানা (বাসস), সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার সরকার (যায়যায়দিন), দপ্তর সম্পাদক খোন্দকার কাওছার হোসেন (ভোরের কাগজ), প্রচার সম্পাদক হরলাল রায় সাগর (বাংলাদেশ সময়), তথ্য ও গবেষণা সম্পাদক নিজামুল হক (ইত্তেফাক), জনকল্যাণ সম্পাদক নাফিজা দৌলা (আরটিভি), ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম (দিগন্ত টিভি) এবং সাংস্কৃতিক সম্পাদক মেহ্দী আজাদ মাসুম (দেশবাংলা)।
কার্যনির্বাহী সদস্যরা হলেন- কায়কোবাদ মিলন (ইত্তেফাক), অরুন কর্মকার (প্রথম আলো), আজমল হক হেলাল (সকালের খবর), হাসান আরেফিন (যুগান্তর), মান্নান মারুফ (বাংলা নিউজ), গোলাম মোস্তফা তালুকদার (প্রিয় কাগজ), আ স ম জাকির হোসেন (জনপদ), শহীদুল ইসলাম রানা (নিউ নেশন), সুলতানা রহমান (মাছরাঙা টিভি), দেব দুলাল মিত্র (যায়যায়দিন), সৈয়দ জাকির হোসেন দীদার (সরাসরি), শোভন কমল (মোহনা টিভি), জাকির হোসেন ইমন (সমকাল), মো. মহসিন হোসেন (বার্তা ২৪ ডটনেট) এবং সাইখুল ইসলাম উজ্জল (আরটিভি)।