বরিশালের দপদপিয়া সেতুতে প্রান দিল এক বৃদ্ধ

গ্রাম থেকে বরিশালে চিকিৎসা নিতে এসে ইজারাদারের স্টাফদের খামখেয়ালীপনায় প্রান দিল এক বৃদ্ধ। তার নাম শাজাহান শিকদার (৫০) । শুক্রবার সন্ধ্যায় দপদপিয়া সেতু’র টোল ঘরের সামনে মর্মান্তিক এ ঘটনা ঘটে। বৃদ্ধের লাশ রাতেই গ্রামের বাড়িতে নেয়া হয়।

জানা গেছে, শাজাহান শিকদার দীর্ঘ দিন ধরে হার্টের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। শুক্রবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে বাড়ি থেকে রওয়ানা দেয়। আলফা মাহেন্দ্র পরিবহনে রোগীকে নিয়ে বিকেল সাড়ে ৫টায় দপদপিয়া সেতুতে পৌছে। এসময় বাস মালিক সমিতির কয়েক শ্রমিক মাহেন্দ্রটিকে সেতু অতিক্রম করতে বাধা প্রদান করে। ইজারাদারের স্টাফ সৌরভ, সবুজ, মাসুদ মোল্লা, সেলিম শিকদার,কালাম মিয়া মাহেন্দ্রটিকে আটক করে কাগজ পত্র যাচাই বাছাই করে। চালকের সঙ্গে ইজারাদারের স্টাফদের বাকবিতন্ডা ঘটে। মধ্যকার তর্ক বিতর্কে দু ঘন্টা আলফা মাহেন্দ্রটি আটকে রাখে স্টাফরা। ফলে রোগী সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন। বৃদ্ধের মৃত্যুতে রোগীর সঙ্গে আসা স্ত্রী ও ছেলে শোকে বার বার মূর্ছা যান। খবর পেয়ে র‌্যাব ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বরিশাল কোতোয়ালী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক বখতিয়ার জানান লাশ উদ্ধার করে বৃদ্ধের গ্রামের বাড়িতে পাঠানোর ব্যাবস্থা করা হয়েছে। বৃদ্ধের পুত্র ওবায়েদুল ইসলাম বলেন ইজারাদারের স্টাফদের কারনে আমার বাবার মৃত্যু হয়েছে। আমি বাবার হত্যাকান্ডের বিচার চাই। এজন্য মামলা করার প্রস্তুতি নিচ্ছি।