ভুল ঔষধ সেবনে গৃহবধূ শষ্যাশয়ী

চিকিৎসকের দেয়া ব্যবস্থাপত্র অনুযায়ী ঔষধ না দিয়ে ফার্মেসীর মালিক কর্তৃক ভুল ঔষধ দেয়া হয়েছে। ভূল ঔষধ সেবন করে এক গৃহবধূ এখন বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শষ্যাশয়ী রয়েছেন।
গৃহবধূর নিকট আত্মীয়রা জানান, উপজেলার পশ্চিম ডুমুরিয়া গ্রামের নুর মিয়া বেপারীর স্ত্রী দু’সন্তানের জননী ফাতেমা বেগম গত ১৪ এপ্রিল অসুস্থ হয়ে পরেন। ওইদিনই তাকে ডাঃ বশির আহম্মেদকে দেখিয়ে ব্যবস্থাপত্র নেয়া হয়। বাড়ির কাছে ভালুকশী বাজারের ঔষধ বিক্রেতা আবিদ কালা চাঁন ফকিরের ঔষধের দোকান থেকে ব্যবস্থাপত্র দেখিয়ে ঔষধ ক্রয় করেন। ঔষধ বিক্রেতা ব্যবস্থাপত্র অনুযায়ী ঔষধ না দিয়ে ভুল ঔধধ সরবরাহ করে। ওই ঔষধ খেয়ে গৃহবধূ ফাতেমা আরো অসুস্থ হয়ে পরেন। মুমুর্ষ অবস্থায় আটদিন পর গত বুধবার রাতে গৃহবধূকে ডাঃ বশিরের কাছে নিয়ে আসলে তিনি ঔধষ দেখে ব্যবস্থাপত্র অনুযায়ী ঔষধ দেয়া হয়নি বলে জানান। অবস্থার অবনতি হওয়ায় ওই রাতেই গৃহবধূকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক ডাঃ দেওয়ান আব্দুস সালাম জানান, ভুল ঔষধ সেবনে গৃহবধূ ফাতেমার রক্ত চাপ বেড়ে যাওয়ায় অসুস্থ হয়ে পরেছে।