আর্কাইভ

গৌরনদী পৌরসভার বাজেট ঘোষনা

টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে পৌর প্রাঙ্গনে জনার্কীন সাংবাদিক সম্মেলনে পৌর মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ বাজেট ঘোষনা করেছেন।

নতুন কোন কর আরোপ ছাড়াই পৌরবাসীর নাগরিক সুবিধা, আর্থিক সংগতি ও বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা রেখে ৩৪ কোটি ৯৭ লক্ষ ৫ হাজার ৩৫ টাকার সম্ভ্রাব্য বাজেট ঘোষনা করা হয়। বাজেটে ব্যয় দেখানো হয়েছে ৩৪ কোটি ৯২ লক্ষ ২৮ হাজার টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩ লক্ষ ৭৭ হাজার টাকা। বাজেটে রাস্তা ঘাট ও ড্রেন নির্মান, পানি সরবরাহ, বৃক্ষরোপনসহ পৌরবাসীর উন্নয়নে ব্যাপক গুরুত্ব দেখানো হয়েছে। এটাই পৌর মেয়র মোঃ হারিছুর রহমান হারিছের প্রথম বাজেট।

বাজেট ঘোষনা উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা পৌর মেয়র মোঃ হারিছুর রহমান হারিছের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বরিশাল-১ আসনের সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম। বাজেট নিয়ে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আলাউদ্দিন বালী, পল্লী বিদ্যুত গৌরনদী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আবু বক্কর শিবলী, প্রবীণ আওয়ামীলীগ নেতা কালিয়া দমন গুহ, পৌর কাউন্সিলর এস.এম ফিরোজ রহমান, রেজাউল করিম টিটু, সৈয়দা খায়রুন নাহার মায়া, বিআরডিবির চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সাংবাদিক মোঃ আসাদুজ্জামান রিপন, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, সুশীল জয়ধর, খোকন আহম্মেদ হীরা প্রমুখ।

আরও পড়ুন

আরও দেখুন...
Close
Back to top button